পাকিস্তানি ক্রিকেটার ইয়াসির শাহর বিরুদ্ধে ধর্ষণ সহযোগিতার অভিযোগ এনেছিল পাকিস্তানের এক কিশোরী। সেই মামলা তুলে নেওয়ায় দায়মুক্ত হয়েছেন পাকিস্তানের এ লেগ স্পিনার।
ইসলামাবাদের শালিমার পুলিশ স্টেশনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, অভিযোগকারী কিশোরী তার অভিযোগ থেকে ইয়াসির শাহর নাম সরিয়ে নিয়েছেন। ঐ কিশোরীর দাবি, ইয়াসির ওই কর্মকান্ডে যুক্ত ছিলেন না।
ধর্ষণ সহযোগিতার মতো স্পর্শকাতর বিষয় থেকে মুক্তি পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন ইয়াসির শাহ। পাকিস্তানি গণমাধ্যমকে তিনি বলেন, ‘আল্লাহর প্রতি কৃতজ্ঞতা। এখন সবকিছু স্পষ্ট। এখন আমি খেলায় পূর্ণ মনোযোগ দিতে পারব। এই অভিযোগের কারণে আমার অনেক সমস্যা হচ্ছিল, যা খেলায়ও প্রভাব ফেলছিল।’
২০২১ সালের ডিসেম্বরে ইয়াসিরের বিরুদ্ধে ইসলামাবাদের শালিমার পুলিশ স্টেশনে ইয়াসির শাহর বিরুদ্ধে মামলা করেন কিশোরী। ঐ কিশোরীর দাবি ছিল, আগ্নেয়াস্ত্র তাক করে জোর করে তাকে যৌন নিপীড়ন করেছেন ইয়াসির এবং তার বন্ধু ফারহান। এছাড়া একই সময় তাকে হুমকি দেওয়াও হয়েছে বলে জানান তিনি।
মামলা হওয়ার পর সবার সামনে আসে বিষয়টি। এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন পিসিবি চেয়ারমযান রমিজ রাজা। শেষ পর্যন্ত অভিযোগ থেকে মুক্তি পাওয়ায় সেই বিতর্কের অবসান ঘটলো।
৩৫ বছর বয়সী এ লেগ স্পিনার পাকিস্তানের হয়ে ৪৬ টেস্ট, ২৫ টি-টোয়েন্টি এবং ২ টি-টোয়েন্টি খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত ২৫৯ উইকেট শিকার করেছেন।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]