আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ১২ জানুয়ারি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫২ এএম, ১২ জানুয়ারি ২০২২
আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ১২ জানুয়ারি

ক্রীড়াবিশ্বে প্রতিদিনই ঘটে কোনো না কোনো উল্লেখ্যযোগ্য ঘটনা। ঘটনা মনে থাকলেও সময় কিংবা তারিখ মনে রাখাটা কষ্টকর। ক্রীড়া বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো স্মরণ করিয়ে দিতেই আমাদের এই আয়োজন। এক নজরে দেখে নিন ক্রীড়াবিশ্বে আজকের দিনে কি ঘটেছিল।

১৯৬২ : অ্যান্টিগা থেকে উঠে আসা আরও একজন ক্যালিপসো কিং। ব্যাট হাতে ৮৬ টেস্টে ১৬ সেঞ্চুরিসহ ৫৯৪৯ রানই তাঁকে দেয় ইতিহাসে আলাদা জায়গা, ২১৭ ওয়ানডেতে রান করেছিলেন ৬২৪৮। নেতৃত্ব দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজকেও। যদিও ক্যারিবিয়ানদের স্বর্ণালি সময় ফুরিয়ে যাওয়ার সূচনাই হয়েছিল তাঁর অধিনায়কত্বে, ১৯৯৬ বিশ্বকাপে হারতে হয়েছিল কেনিয়ার বিপক্ষে।

১৯৬৪ : ভারতীয় স্পিনার বাপু নদর্কিনী টানা ২১ ওভার মেডেন করেছিলেন। ছয় বলের ওভারে এটা বিশ্বরেকর্ড। ইংল্যান্ডের বিপক্ষে এ টেস্টে ৩৩ রান দিয়ে ৭ উইকেট শিকার করেছিলেন তিনি।

১৯৬০ : ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ উইকেট ৩৯৯ রানের জুটি গড়েছিলেন গ্যারি সোবার্স এবং ফ্রাঙ্ক ওরেল। ওয়েস্ট ইন্ডিজের হয়ে চতুর্থ উইকেটে এটাই সর্বোচ্চ জুটি।

১৯৪০ : কিউই পেসার ডিক মজের জন্মদিন। নিউজিল্যান্ডের হয়ে প্রথম বোলার হিসেবে ১০০ উইকেট শিকারের কীর্তি তার। তার সময়ে নিউজিল্যান্ডের খেলা ৩৫ টেস্টে মাত্র ৪ জয় পেয়েছিল কিউইরা।

১৯৯৫ : দ্বিতীয় ম্যান্ডেলা ট্রফির ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ১৫৭ রানের জয় পায় দক্ষিণ আফ্রিকা। দুই ওপেনার গ্যারি কার্স্টেন এবং মাইক রিন্ডেলের ব্যাটে বড় সংগ্রহ পেয়েছিল দক্ষিণ আফ্রিকা।

১৯৭৬ : জিম্বাবুইয়ান ব্যাটার গ্যাভিন রেনের জন্মদিন। ক্যারিয়ারের প্রথম চার টেস্টেই সেঞ্চুরি করেছিলেন তিনি। তার ভাই জন রেনেও জিম্বাবুয়ে জাতীয় দলের হয়ে খেলেছিল।

১৯৫৬ : এই দিনে ওশেনিয়া সফরে ফিজির মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে সে ম্যাচে অখ্যাত ফিজির বিরুদ্ধে ২৮ রানে হারে ক্যারিয়াবিয়ানরা। 

১৯৬৩ : অ্যাশেজে অ্যালান ডেভিডসন ৯ উইকেট শিকার করে ইংল্যান্ডকে একাই হারিয়ে দেন। অ্যাশেজের এ ম্যাচে সবাইকে ছাপিয়ে লাইম লাইটে এসেছিলেন অ্যালান ডেভিডসন।

২০১৫ : ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে তিন সংস্করণেই র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে ওঠার রেকর্ড গড়েছিলেন সাকিব আল হাসান। টেস্টে ভারনন ফিল্যান্ডারকে পেছনে ফেলে, এবং সীমিত ওভারের সংস্করণে মোহাম্মদ হাফিজকে দুইয়ে ঠেলে এই অনন্য কীর্তি গড়েছিলেন তিনি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ১১ জানুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ১১ জানুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ১০ জানুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ১০ জানুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব ll ৯ জানুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব ll ৯ জানুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব ll ৮ জানুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব ll ৮ জানুয়ারি