আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ১১ জানুয়ারি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪৫ পিএম, ১১ জানুয়ারি ২০২২
আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ১১ জানুয়ারি

ক্রীড়াবিশ্বে প্রতিদিনই ঘটে কোনো না কোনো উল্লেখ্যযোগ্য ঘটনা। ঘটনা মনে থাকলেও সময় কিংবা তারিখ মনে রাখাটা কষ্টকর। ক্রীড়া বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো স্মরণ করিয়ে দিতেই আমাদের এই আয়োজন। এক নজরে দেখে নিন ক্রীড়াবিশ্বে আজকের দিনে কি ঘটেছিল।

১৯৭৩ : ভারতের কিংবদন্তি ব্যাটার রাহুল দ্রাবিড়ের জন্মদিন। ক্যারিয়ারজুড়ে দারুণ ব্যাটিং শৈলিতে সবাইকে মুগ্ধ করেছেন। ক্যারিয়ারে দুর্ভেদ্য ব্যাটিংয়ের জন্য 'দ্য ওয়াল' নামে পরিচিত ছিলেন।

১৯৫৯ : পাকিস্তানি লিটল মাস্টার মোহাম্মদ হানিফ প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন। কায়েদ-এ- আজম ট্রফিতে ৪৯৯ রানের ইনিংস খেলেন তিনি। ভাঙেন ১৯৩০ সালে গড়া স্যার ডন ব্রাডমানের গড়া রেকর্ড। পরে অবশ্য এ রেকর্ড নিজের করে নেন ক্রিকেটের বরপুত্র খ্যাত ব্রায়ান লারা।

১৯৯৮ : ক্যারিয়ারের প্রথম ৩৪ টেস্টে একবারও ম্যাচে ১০ উইকেটের দেখা পাননি মুত্তিয়া মুরালিধরন। ৩৫তম টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ক্যান্ডিতে ১০ উইকেট শিকার করেন তিনি। পরে অবশ্য ক্যারিয়ারের আরও ২০ বার দশ উইকেট শিকারের কীর্তি গড়েন তিনি।

২০২১ : হানুমা বিহারি এবং রবিচন্দন অশ্বিনের ব্যাটে ভর করে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ড্র করে ভারত। ইনজুরি নিয়ে খেলেছিলেন হানুমা বিহারি। রবিচন্দন অশ্বিনও ইনজুরিতে পড়েছিলেন।

১৯৯৬ : ইংলিশ পিঞ্চ হিটিং ওপেনার ফিল ডিফ্রেইটাসের অভিষেক ম্যাচ। অভিষেক ম্যাচেই ব্লুমফেইনটনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের ভিত গড়ে দিয়েছিলেন তিনি। 

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ১০ জানুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ১০ জানুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব ll ৯ জানুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব ll ৯ জানুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব ll ৮ জানুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব ll ৮ জানুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব ll ৭ জানুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব ll ৭ জানুয়ারি