ঢাকা কিংবা নিজ জেলায়, সুযোগ পেলেই বাইক নিয়ে বেরিয়ে পড়েন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। তবে অন্যান্য বাহনের চেয়ে বাইকে অনেক বেশি লাইফ-রিস্ক থাকায় সবাইকে সুরক্ষা নিশ্চিত করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। মাশরাফি বলেন, রোডে অবশ্যই হেলমেট পড়ে বাইক চালানো উচিৎ।
শুক্রবার (৭ জানুয়ারি) বাংলাদেশে বিশ্বের নাম্বার ওয়ান হেলমেট ব্র্যান্ড এইচজেসি (HJC)-এর হেলমেটের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এশিয়ান মােটরবাইকস লিমিটেডের সহ-প্রতিষ্ঠান ভুলকান লাইফস্টাইল (Vulcan Lifestyle) বাংলাদেশে প্রথমবারের মতাে এইচজেসি ব্র্যান্ডের হেলমেট নিয়ে এসেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রি-বুক করা হেলমেটগুলােতে মাশরাফি নিজে স্বাক্ষর করেন এবং ক্রেতাদের হস্তান্তর করেন। তিনি বলেন, “বাইক কেউ মনে আনন্দে চালায়, কেউ প্রয়োজনে চালায়, কেউ জীবন-জীবিকার জন্য চালায় -তবে এটা (বাইক চালানো) অনেক চ্যালেঞ্জিং। একই সাথে বাইক চালানো চ্যালেঞ্জের চেয়ে লাইফ-রিস্ক অনেক বেশি। সুতরাং সবাইকে অবশ্যই হেলমেট পড়ে বাইক চালানো উচিৎ।”
বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক আরও বলেন, “আমি নিজেও বাইক চালাই। আমার নিজেরও অনেক সময় ভুল হয়। তবে এটা ঠিক যে, অবশ্যই হেলমেট পড়ে বাইক চালানো উচিৎ। এখানে লাইফ-রিস্ক আছে, সো সবাই সেফটি (হেলমেট পড়ে) নিয়ে চালাবেন।”
বর্তমানে বিশ্বের সেরা হেলমেট প্রস্তুতকারী প্রতিষ্ঠান এইচজেসি (HJC)। যারা সব সময় বাইকারের সুরক্ষার কথা চিন্তা করে অত্যাধুনিক হেলমেট প্রস্তুত করে থাকে। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে দেশের বাইকিং কমিউনিটির ব্যক্তিবর্গ, বাইকপ্রেমি এবং সার্টিফাইড হেলমেট প্রেমিরা উপস্থিত ছিলেন।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন এশিয়ান মােটরবাইকস লিমিটেডের হেড অব বিজনেস সাফাত ইশতিয়াক। এ সময় বাংলাদেশের এক নম্বর বাইক স্ট্যান্ট রাইডার গ্রুপ রোড রাইডার্স (Road Riderz-RRZ) মনােমুগ্ধকর বাইক স্ট্যান্ট শাে প্রদর্শন করেন।
অনুষ্ঠানের জানানো হয়, এখন থেকে দেশের ভুলকান লাইফস্টাইলের শাে-রুম এবং প্রত্যেকটি ডিলার পয়েন্ট থেকে এইচজেসি (HJC) সবগুলো মডেলের হেলমেট ক্রয় করতে পারবেন।
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]