বাংলাদেশের ঐতিহাসিক জয়ের দিন দুঃসংবাদ দিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। কোভিড পজেটিভ হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং বর্তমান প্রধান নির্বাচক।
গণমাধ্যমকে মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, দিন দুয়েক ধরে জ্বরে ভুগছেন তিনি। এরপর চিকিৎসকের পরামর্শে পরিবারের সবাই করোনা পরীক্ষা করান। সেখানেই নান্নু করোনা পজেটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
করোনা পজেটিভ হলেও শরীরে কোনো উপসর্গ নেই। তাই তো আইসোলেশনে করোনা নেগেটিভ হওয়ার অপেক্ষায় আছেন তিনি।
মিনহাজুল আবেদিন নান্নু আরও জানিয়েছেন, পরিবারের অন্য সদস্যরা করোনা নেগেটিভ না হওয়ায় তার নিজের করোনা পরীক্ষার ফলাফল নিয়ে শঙ্কা আছে। এ শঙ্কা দূর করার জন্য আবারও করোনা পরীক্ষা করাবেন তিনি।
উল্লেখ্য, নিউজিল্যান্ডে বাংলাদেশের জয়ের পর জ্বর নিয়েই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিসে আসেন মিনহাজুল আবেদিন নান্নু। সেখানে সংবাদ মাধ্যমের সাথেও কথা বলেন তিনি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]