শহীদ শেখ কামাল ৪৫তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতায় দ্বিতীয় দিনে মঙ্গলবার (৪ জানুয়ারি) ১২টি পদকের নিষ্পত্তি হয়েছে। প্রতিযোগিতায় ১৪টি স্বর্ণ পদক নিয়ে পদক তালিকার শীর্ষস্থানে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীন বাংলাদেশের সূবর্ণজয়ন্তুী উপলক্ষে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে তিন দিনব্যাপী প্রতিযোগিতার মঙ্গলবার ছিল দ্বিতীয় দিন। প্রতিযোগিতায় সকালে আকর্ষণীয় ইভেন্টগুলোর মধ্যে নারীদের ১০০ মিটার হার্ডলসে স্বর্ণ পদক জয় করেন নৌবাহিনীর তামান্না আক্তার। প্রতিযোগিতায় তিনি সময় নিয়েছেন ১৪.৭৯ সেকেন্ড।
এছাড়া নারী লং জাম্পে ৫ দশমিক ৬৬ মিটার দূরত্ব অতিক্রম করে স্বর্ণ জয় করেন বিমান বাহিনীর সোনিয়া আক্তার। আর পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ৬১ দশমিক ৪৮মিটার দূরত্ব অতিক্রম করে স্বর্ণ পদক পেয়েছেন সেনাবাহিনীর মো. আহাদ আলী।
বিকেলে পুরুষদের ১১০ মিটার হার্ডলসে ১৫ দশমিক ০৭ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ পদক লাভ করেন নৌবাহিনীর মাসুদ খান। ৪০০ মিটারে ৪৯ দশমিক ৭৭ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ পদক পেয়েছেন সেনাবাহিনীর নাজিমুল হোসেন রনি।
লং জাম্পে ৭ দশমিক ২৬ মিটার দূরত্ব অতিক্রম করে স্বর্ণ পদক জয় করেন নৌবাহিনীর এম ইসমাইল। পোল্টভল্ট ইভেন্টে ৪ দশমিক ১৫ মিটার উচ্চতা লাফিয়ে স্বর্ণ পদক জয় করেন সেনাবাহিনীর মো. আবু বকর সিদ্দিক।
নারীদের ৪০০ মিটার হার্ডলসে স্বর্ণ পদক জয় করেন নৌবাহিনীর সাবিহা আল সোহা। তিনি সময় নিয়েছেন ৫৯.১৬ সেকেন্ড। দুইদিনে মোট ২৫টি পদকের নিষ্পত্তি হয়েছে। ১৪ টি স্বর্ণ, ৯ টি রৌপ্য ও ৮ টি ব্রোঞ্জসহ মোট ৩১টি পদক নিয়ে পদক তালিকার শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ নৌবাহিনী।
৮টি স্বর্ণ, ১৩টি রৌপ্য এবং ৭টি ব্রোঞ্জসহ মোট ২৮টি পদক নিয়ে ২য় অবস্থানে আছে বাংলাদেশ সেনাবাহিনী এবং এবং ১টি স্বর্ণ ২টি রৌপ্য ২টি ব্রোঞ্জসহ মোট ৫টি পদক নিয়ে ৩য় অবস্থানে আছে বাংলাদেশ আনসার ও ভিডিপি।
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]