বাড়িতে ফিরলেন সৌরভ গাঙ্গুলি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪৪ পিএম, ৩১ ডিসেম্বর ২০২১
বাড়িতে ফিরলেন সৌরভ গাঙ্গুলি

করোনায় আক্রান্ত হয়ে কলকাতার একটি হাসপাতালে ভর্তি ছিলেন ভারতের সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি। করোনা নেগেটিভ না হলেও তাকে বাড়িতে ফেরার অনুমতি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শারিরীক অবস্থা খারাপ হলে হাসপাতালে ভর্তি হন দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি। হাসপাতালে ভর্তির পর জানা যায়, করোনা আক্রান্ত হয়েছেন তিনি। এছাড়া তার বড় ধরনের কোনো সমস্যা না থাকায় হাসপাতাল থেকে মুক্তি মিলেছে তার।

ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে করোনা নেগেটিভ না হলেও তাকে ছেড়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তারা জানিয়েছেন, ‘বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলিকে কোভিড-১৯ চিকিৎসা দেওয়ার পরই ছেড়ে দেওয়া হয়েছে। বাড়িতে হোম আইসোলেশনে থাকবেন তিনি।’

২০২১ সালে এ নিয়ে তৃতীয়বারের মতো হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ গাঙ্গুলি। প্রথম দুইবার হার্টের সমস্যা নিয়ে ভর্তি হলেও এবার সে রকম জটিল পরিস্থিতির সৃষ্টি হয়নি।

হাসপাতালে ভর্তির পর জানা যায় তিনি শুধু করোনা আক্রান্ত হয়েছেন। তবে তার অক্সিজেন স্যাচুরেশন লেভেল সঠিক মাত্রাতেই ছিল। 

সৌরভ গাঙ্গুলি ইতিমধ্যে করোনার দুই ডোজ ভ্যাকসিন নিয়েছেন। তাই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দিয়েছে কর্তৃপক্ষ।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

অনূর্ধ্ব-১৬ ট্রফিতে বেশি বয়সী খেলোয়াড়দের অনুমতি দিচ্ছে ভারত

অনূর্ধ্ব-১৬ ট্রফিতে বেশি বয়সী খেলোয়াড়দের অনুমতি দিচ্ছে ভারত

ক্রিকেটকে বিদায় বললেন হরভজন সিং

ক্রিকেটকে বিদায় বললেন হরভজন সিং

হায়দরাবাদের কোচিং প্যানেলে যুক্ত হচ্ছেন লারা-স্টেইন

হায়দরাবাদের কোচিং প্যানেলে যুক্ত হচ্ছেন লারা-স্টেইন

লাক্ষ্ণৌয়ের সহকারী কোচের দায়িত্ব নিলেন বিজয় দাহিয়া

লাক্ষ্ণৌয়ের সহকারী কোচের দায়িত্ব নিলেন বিজয় দাহিয়া