অস্ট্রেলিয়ার টেস্ট দলের সহ-অধিনায়ক স্টিভ স্মিথ হোটেলের লিফটে আটকা পড়েছিলেন। প্রায় এক ঘণ্টা লিফটের ভেতর আটকা থাকার পর তাকে উদ্ধার করা হয়েছে। মেলবোর্নের হোটেলে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় এমন ঘটনা ঘটে।
অ্যাশেজে টানা তিন জয়ে সিরিজ নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। দলের এমন সুসময়ে ব্যাট হাতে ফর্মে থাকা সহ-অধিনায়কের এমন বিপদে এগিয়ে এসেছিলেন দলের সতীর্থরা। তবে তাকে উদ্ধার করতে পারেননি। পরে হোটেলের একজন কর্মী এসে লিফটের দরজা খুলে তাকে বের করা হয়।
মেলবোর্নের হোটেলের লিফট থেকে লাবুশেনকে স্মিথ আটকে পড়ার খবর দেন স্মিথ। সঙ্গে সঙ্গে তিনি গিয়ে বাইরে থেকে দরজা খোলার চেষ্টা করন, আর ভিতর থেকে চেষ্টা করেন স্মিথ। অনেক চেষ্টা করেও দরজা সামান্য ফাঁক করতে পারলেও স্মিথকে বের করার ব্যবস্থা করতে পারছিলেন না।
শেষ পর্যন্ত দরজা খুলতে না পেরে বাইরে থেকে স্মিথকে খাবার দেন লাবুশেন। বিশ্বের নাম্বর ওয়ান টেস্ট ব্যাটারের এমন ব্যবহারে মুগ্ধ হয়েছেন স্মিথ। পরে লিফটের ভিতর থেকেই স্মিথ একটি ভিডিও করেন। সেখানে তিনি জানান, কিভাবে লিফটে আটকে পড়েছিলেন এবং সে সময় তার কী মনে হয়েছিল। এছাড়া তিনি জানান, কীভাবে লাবুশেন তাকে বাইরে বার করে আনার চেষ্টা করেছিলেন।
You don't want to miss this!
— ESPNcricinfo (@ESPNcricinfo) December 30, 2021
Steve Smith was stuck in a lift for 55 minutes
(via steve_smith49/Instagram) pic.twitter.com/vCyFdqNCHt
টানা ৫৫ মিনিট লিফটে আটকা থাকার পর হোটেলের এক কর্মী এসে দরজা খুলে স্মিথকে বাইরে করেন। ততক্ষণে লিফটের সামেন বাইরে দলের প্রায় সবাই উপস্থিত হয়ে গেছেন। পরে তারা সবাই হাততালি দিয়ে স্মিথকে স্বাগত জানান।
লিফট থেকে বাইরে বের হয়ে স্মিথ বলেন, ‘জীবনের এই ৫৫ মিনিট কোনও দিন ভুলবো না।’
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]