ভাড়া নিয়ে বিসিবির কর্মীকে মারধর, বসুমতির বাস ‘জব্দ’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:০৪ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১
ভাড়া নিয়ে বিসিবির কর্মীকে মারধর, বসুমতির বাস ‘জব্দ’

বসুমতি ট্রান্সপোর্টের বাসের চালক ও বাস

ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মীকে মারধর করেছে বসুমতি ট্রান্সপোর্টের এক বাসচালকের সহকারী। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের দুই নম্বর গেটের সামনে এ ঘটনা ঘটে। পরে চালকসহ বাসটি জব্দ করা হয়।

জানা গেছে, মিরপুর ১১ নম্বর থেকে বসুমতি ট্রান্সপোর্টের একটি বাসে স্টেডিয়ামের দুই নম্বরে গেটের সামনে আসেন বিসিবির ওই কর্মী। তবে পাঁচ টাকা ভাড়া দেওয়া নিয়ে চালকের সহকারীর সাথে কথাকাটাকাটি হয় তার।

বিষয়টি বাসের মধ্যে মীমাংসা হলেও বাস থেকে নেমে এসে বিসিবির গেটের সামনে ওই কর্মীকে মারধর করেন বাস চালকের সহকারী। বিসিবির ওই কর্মীকে আঘাত করায় বাস থেকে নিয়ে আসা লাঠি ভেঙে যায়।

মারধরের এক পর্যায়ে চালকের সহকারী দৌড়ে পালিয়ে গেলেও ক্ষুব্দ জনতা চালকসহ বাসটিকে আটক করে। পরে বিসিবির অন্যান্য কর্মীরা চালক ও বাসটিকে স্টেডিয়ামের ভিতরে নিয়ে যান।
sportsmail24
বসুমতি ট্রান্সপোর্টের জব্দ করা বাস

জব্দ করা বাসটি রেজিস্ট্রেশন নম্বর ‘ঢাকা মেট্রো-ব ১১-৭১৫৫’। বাসটি রাজধানীর গাবতলী থেকে মিরপুর-বিমানবন্দর হয়ে গাজীপুর পর্যন্ত চলাচল করে।

এ বিষয়ে বিসিবির এক কর্মকর্তা স্পোর্টসমেইল২৪.কম-কে বলেন, ‌‘বিসিবির একজন কর্মীকে মারধর করায় ক্ষুব্দ জনতা বাসটিকে আটক করেছে। পরে আমরা বাস ও চালকে নিজেদের কাছে নিয়ে আসি। মারধর করা চালকের সহকারী পালিয়ে গেছে। এখন বাস মালিকের সাথে যোগাযোগ করা হচ্ছে।’

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বিসিবির নিজস্ব দল ছাড়া লেগ স্পিনার আসবে না : তুষার ইমরান

বিসিবির নিজস্ব দল ছাড়া লেগ স্পিনার আসবে না : তুষার ইমরান

কাবাডির মাধ্যমে আমরা ক্রীড়া ক্ষেত্রে মাসল দেখাতে চাই : বেনজীর আহমেদ

কাবাডির মাধ্যমে আমরা ক্রীড়া ক্ষেত্রে মাসল দেখাতে চাই : বেনজীর আহমেদ

ম্যারাডোনার সম্পত্তিতে আগ্রহ কম, বাড়লো নিলামের সময়

ম্যারাডোনার সম্পত্তিতে আগ্রহ কম, বাড়লো নিলামের সময়

বন্ধুর ‘ধর্ষণ কাণ্ড’ ধামাচাপার চেষ্টায় আসামি পাকিস্তানি স্পিনার ইয়াসির শাহ

বন্ধুর ‘ধর্ষণ কাণ্ড’ ধামাচাপার চেষ্টায় আসামি পাকিস্তানি স্পিনার ইয়াসির শাহ