মা হারালেন শোয়েব আখতার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:০৬ পিএম, ২৬ ডিসেম্বর ২০২১
মা হারালেন শোয়েব আখতার

মাকে হারিয়েছেন সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আখতার। রোববার (২৬ ডিসেম্বর) পরাপরে পাড়ি জমান তার মা। এক টুইট বার্তায় তিনি নিজে এ খবর নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বার্তায় শোয়েব জানান, ‘আমার মা, আমার সবকিছু, তিনি আজ আল্লাহর ডাকে সাড়া দিয়ে শান্তিতে চলে গেছেন।’

sportsmail24

পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম জানায়, শোয়েব আখতারের মা আগে থেকেই অসুস্থ ছিলেন। স্বাস্থ্যের অবস্থা আরো অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নেওয়ার পরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শোয়েব আখতার জানিয়েছেন, রোববার ইসলামাবাদে তার মায়ের জানাজা শেষে দাফন সম্পন্ন হবে।

পাকিস্তানের ইতিহাসের অন্যতম সেরা পেসার শোয়েব আখতার। বিশ্বের সবচেয়ে দ্রুতগতির বলের রেকর্ড এখনো তার দখলে। ২০০২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ১০০ মাইল গতিতে বল করে তাক লাগিয়ে দেন শোয়েব।

পাকিস্তানের হয়ে ২২৪ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এই গতিতারকা। এ সময় আন্তর্জাতিক ক্রিকেটে ৪৪৪ উইকেট শিকার করেছেন তিনি।

স্পোর্টসমেইল২৪/এএইচবি/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আড়াই কোটি ডলারে বিক্রি হলো পিএসএলের টিভি স্বত্ব

আড়াই কোটি ডলারে বিক্রি হলো পিএসএলের টিভি স্বত্ব

বড়দের পর ছোটরা, আবারও ভারতকে হারালো পাকিস্তান

বড়দের পর ছোটরা, আবারও ভারতকে হারালো পাকিস্তান

হাসপাতাল থেকে বাড়ি ফিরে রিহ্যাবে আবিদ আলি

হাসপাতাল থেকে বাড়ি ফিরে রিহ্যাবে আবিদ আলি

বিগব্যাশে সিডনি সিক্সার্সের হয়ে খেলবেন শাদাব

বিগব্যাশে সিডনি সিক্সার্সের হয়ে খেলবেন শাদাব