চলে গেলেন সাবেক ইংলিশ অধিনায়ক ইলিংওয়ার্থ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪১ পিএম, ২৬ ডিসেম্বর ২০২১
চলে গেলেন সাবেক ইংলিশ অধিনায়ক ইলিংওয়ার্থ

কিছুদিন আগেই রে ইলিংওয়ার্থ জানিয়েছিলেন, চিকিৎসায় উন্নতি না হলে তাকে যেন মৃত্যুর সুযোগ করে দেওয়া হয়। এর এক মাস না কাটতেই পৃথিবীর মায়া কাটিয়ে ওপারে পাড়ি জমিয়েছে সাবেক ইংলিশ অধিনায়ক রে ইলিংওয়ার্থ। 

শনিবার (২৫ ডিসেম্বর) ৮৯ বছর বয়সে খাদ্যনালীর ক্যান্সারে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক এই ইংলিশ অলরাউন্ডার। তার কাউন্টি দল ইয়র্কশায়ার তার মৃত্যু খবরটি নিশ্চিত করেছে।

তারা টুইটারে লিখে, ‘রে ইলিংওয়ার্থ মারা গেছেন জেনে আমরা গভীরভাবে দুঃখিত। রে এবং তার পরিবারের প্রতি ইয়র্কশায়ারের গভীর সমাবেদনা থাকবে। এমনকি যারা রয়কেও তাদের হৃদয়ে রেখেছিল, তাদের প্রতিও ইয়র্কশায়ারের গভীর সমবেদনা।’ 

অফস্পিনিং অলরাউন্ডার হিসাবে ১৯৫১ সালে ক্রিকেট ক্যারিয়ার শুরু করেন ইলিংওয়ার্থ। ৩২ বছর ক্রিকেট মাঠে কাটানোর পর ১৯৮৩ সালে ৫১ বছর বয়সে অবসর নেন তিনি। 

অবসর গ্রহণের পরেও বিভিন্নভাবে ক্রিকেটের সাথে তার সম্পর্ক অব্যাহত রেখেছেন। ধারাভাষ্যকার, ক্রিকেট প্রশাসন এবং কোচ হিসাবেও কাজ করেছিলেন তিনি।

তিন যুগের ক্রিকেটঁ ক্যারিয়ারে ইলিংওয়ার্থ ব্যাট হাতে করেছিলেন ২৪ হাজার ১৩৪ রান এবং বল হাতে শিকার করেছিলেন ২ হাজার ৭২ উইকেট শিকার করেন। তার অধীনে তিনবার কাউন্টি চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছে ইয়র্কশায়ার। 

ইংল্যান্ড জাতীয় দলের হয়েও সফল ছিলেন রে ইলিংওয়ার্থ। ইংলিশদের হয়ে ৬১ টেস্ট ম্যাচে করেছিলেন ১৮৩৬ রান এবং ১২২ উইকেট শিকার করেন।

স্পোর্টসমেইল২৪/এএইচবি/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ফেডারেশন কাপে না খেললে পয়েন্ট হারাবে ক্লাব

ফেডারেশন কাপে না খেললে পয়েন্ট হারাবে ক্লাব

ফেডারেশন কাপ খেলবে না মুক্তিযোদ্ধা-বসুন্ধরা!

ফেডারেশন কাপ খেলবে না মুক্তিযোদ্ধা-বসুন্ধরা!

বসুন্ধরাকে হারিয়ে স্বাধীনতা কাপের শিরোপা জিতলো আবাহনী

বসুন্ধরাকে হারিয়ে স্বাধীনতা কাপের শিরোপা জিতলো আবাহনী

এএফসি কাপে বাংলাদেশের দুই প্রতিনিধি বসুন্ধরা কিংস-আবাহনী

এএফসি কাপে বাংলাদেশের দুই প্রতিনিধি বসুন্ধরা কিংস-আবাহনী