সহিংস আদেশ লঙ্ঘনের অভিযোগে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সাবেক ওপেনার মাইকেল স্লেটারকে আবারও গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৫ ডিসেম্বর) নিউ সাউথ ওয়েলস থেকে স্লেটারকে গ্রেফতার করে পুলিশ।
পারিবারিক নির্যাতনের অভিযোগে চলতি বছরের অক্টোবরে স্লেটারকে একবার গ্রেফতার করা হয়েছিল। এরপর জামিনে মুক্তি পেলেও বিধি নিষেধ ভঙ্গ করেন তিনি। যার প্রেক্ষিতে পুনরায় তাকে গ্রেফতার করা হয় এবং তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
আদালতে অভিযোগের শুনানিতে বলা হয়, গত মঙ্গলবার সন্ধ্যায় আড়াই ঘণ্টার মধ্যে ৬৬টি খুদে বার্তা ও ১৮টি ফোন করেন অভিযোগকারীকে। আইনজীবীর ভাষায়, সেসব খুদে বার্তা ছিল ‘হয়রানি ও আক্রমণাত্মক’।
আদালতে প্রসিকিউটর জানিয়েছেন, বার্তাগুলো ‘হয়রানিমূলক এবং আপত্তিকর’ ছিল।
দেশের হয়ে ১৯৯৩ থেকে ২০০১ সাল পর্যন্ত ৭৪টি টেস্ট খেলেছেন স্ল্যাটার। রান করেছেন ৫৩১২।
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]