বেইজিংয়ে শীতকালীন অলিম্পিক বর্জনকারী পশ্চিমা দেশগুলোকে ‘মাসুল দিতে হবে’ বলে সতর্ক করে দিয়েছে আয়োজক চীন। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন সাংবাদিকদের মাধ্যমে সতর্কবার্তা দেন। বলেন, এর জন্য সংশ্লিষ্ট দেশগুলোকে মূল্য দিতে হবে।
চলতি সপ্তাহের শুরুতে অলিম্পিক বর্জনের ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। ব্যাপক হারে মানবাধিকার লংঘনে প্ররোচনা এবং জিনজিয়াংয়ের সংখ্যালঘু মুসলিম উইঘুদের বিরুদ্ধে ‘গণহত্যার’ প্রতিবাদে তারা এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে জানানো হয়।
যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের কারণে অস্ট্রেলিয়া, ব্রিটেন, কানাডাও একই পথ অনুসরণ করে বর্জনের ঘোষণা দেয়। বয়কটের অংশ হিসেবে তারা চীনে শুধুমাত্র অ্যাথলেট না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে এতে ক্ষুব্ধ চীন প্রতিশোধ নেওয়ার ইঙ্গিত দিয়েছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন সাংবাদিকদের বলেছেন, ‘যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ব্রিটেন ও কানাডা অলিম্পিককে রাজনৈতিক হাতিয়ারের মঞ্চ হিসেবে ব্যবহার করছে। এটি তাদের ভুল সিদ্ধান্ত। ভুল সিদ্ধান্তের জন্য তাদেরকে মূল্য দিতে হবে।’
শীতকালীন অলিম্পিক গেমসকে কূটনৈতিকভাবে বর্জনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং অন্যান্য দেশের সঙ্গে ব্রিটেনও যোগ দেবে -এমন ঘোষণার পর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও বর্জনের ঘোষণা দেন।
ট্রুডো বলেন, ‘চীন সরকারের বার বার মানবাধিকার লঙ্ঘন নিয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। যে কারণে আমরা ঘোষণা করছি যে, আমরা কোন কূটনৈতিক প্রতিনিধি পাঠাবো না।
এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সংসদে বলেন, ‘বেইজিংয়ের শীতকালীন অলিম্পিককে কার্যত কূটনৈতিকভাবে বর্জন করা হবে। কোন মন্ত্রী উপস্থিত থাকবেন বলে মনে হচ্ছে না এবং কোন কর্মকর্তাও থাকবেন না।’
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]