বাংলাদেশের কোনো মেয়ে বডি বিল্ডিং করছে, বিষয়টা অনেকেই মেনে নিতে পারেননা। তবে সে বাধা ডিঙিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও নিজেকে পরিচিত করেছেন বাংলাদেশের নারী বডি বিল্ডার মাকসুদা আক্তার। প্রথম বাংলাদেশি নারী হিসেবে আন্তর্জাতিক কোনো বডি বিল্ডিং টুর্নামেন্ট খেলছেন মাকসুদা আক্তার।
শুক্রবার (৩ ডিসেম্বর) ভারতের মুম্বাইয়ে শুরু হয়েছে আইএইচএফএফ অলিম্পিয়া অ্যামেচার বডি বিল্ডিং টুর্নামেন্ট। এখানে অংশ নিয়েছেন মাকসুদা আক্তার। এর মধ্য দিয়ে প্রথম বাংলাদেশি নারী বডি বিল্ডার হিসেবে আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টে খেলছেন তিনি।
আন্তর্জাতিক টুর্নামেন্টের আগে ঘরোয়া টুর্নামেন্টেও বেশ সফল ছিলেন মাকসুদা। বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে উন্মুক্ত শ্রেণিতে নারী ক্যাটাগরির শিরোপা জিতেছিলেন তিনি।
প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে পেরে বেশ খুশি মাকসুদা। এ বিষয়ে গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমাদের দেশে মেয়েদের বডিবিল্ডিং নিয়ে এখনো একটা ট্যাবু আছে। সেই বাধার দেওয়াল ভাঙার চেষ্টা করছি আমি, যাতে আমাদের দেশের অন্য মেয়েরাও বডিবিল্ডিংয়ে আসতে পারেন। প্রথমবারের মতো আন্তর্জাতিক আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে খুব ভালো লাগছে আমার।’
২০১৭ সালে ভারতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চতর শিক্ষা নিতে ভারতে যান মাকসুদা। সেখানেই বডি বিল্ডিংয়ে মনযোগী হন তিনি। পরে এর উপর উচ্চতর ডিগ্রি নেন তিনি।
এরপর কঠোর বেড়াজাল ভেঙে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন মাকসুদা আক্তার। আন্তর্জাতিক মঞ্চে দলকে সাফল্য এনে চান মাকসুদা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]