‘প্রাণ-ডিআরইউ ফুটবল টুর্নামেন্ট-২০২১’ -এ চ্যাম্পিয়ন হয়েছে একাত্তর টিভি এবং রানার্সআপ হয়েছে চ্যানেল আই। শনিবার (২৭ নভেম্বর) শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
নির্ধারিত সময়ের খেলা গোল শূন্য ড্র হলে টাইব্রেকারে গড়ায় ম্যাচ। সেখানে একাত্তর টিভি ২-১ গোলে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হয়েছেন একাত্তর টিভির গোলরক্ষক মনির মিল্লাত।
এছাড়া ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন চ্যানেল২৪-এর সাদমান সাকিব, সেরা গোলদাতা নির্বাচিত হয়েছেন চ্যানেল আই-এর রাহুল রায়। ফেয়ার প্লে ট্রফি লাভ করেছে দৈনিক ইনকিলাব।
আসরের প্রথম সেমি-ফাইনালে চ্যানেল২৪ কে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠে একাত্তর টিভি। অন্যদিকে, দ্বিতীয় সেমি-ফাইনালে দৈনিক ইনকিলাবকে ২-০ গোলে পরাজিত করে ফাইনালে ওঠে চ্যানেল আই। ‘প্রাণ-ডিআরইউ ফুটবল টুর্নামেন্ট-২০২১’ এর এবারের আনরে ৫০টি দল অংশগ্রহণ করে।
ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) আয়োজনে এবং প্রাণ-আরএফএল গ্রুপের পৃষ্ঠপোষকতায় ‘প্রাণ-ডিআরইউ ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণ-আরএফএল গ্রুপের ডিরেক্টর মার্কেটিং চৌধুরী কামরুজ্জামান, হেড অব কর্পোরেট ব্র্যান্ড নূরুল আফসার, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। প্রাণ-ডিআরইউ ফুটবল টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডিআরইউ’র ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা।
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]