ডিআরইউ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন একাত্তর টিভি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:০০ এএম, ২৯ নভেম্বর ২০২১
ডিআরইউ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন একাত্তর টিভি

‘প্রাণ-ডিআরইউ ফুটবল টুর্নামেন্ট-২০২১’ -এ চ্যাম্পিয়ন হয়েছে একাত্তর টিভি এবং রানার্সআপ হয়েছে চ্যানেল আই। শনিবার (২৭ নভেম্বর) শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

নির্ধারিত সময়ের খেলা গোল শূন্য ড্র হলে টাইব্রেকারে গড়ায় ম্যাচ। সেখানে একাত্তর টিভি ২-১ গোলে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হয়েছেন একাত্তর টিভির গোলরক্ষক মনির মিল্লাত।

এছাড়া ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন চ্যানেল২৪-এর সাদমান সাকিব, সেরা গোলদাতা নির্বাচিত হয়েছেন চ্যানেল আই-এর রাহুল রায়। ফেয়ার প্লে ট্রফি লাভ করেছে দৈনিক ইনকিলাব।

আসরের প্রথম সেমি-ফাইনালে চ্যানেল২৪ কে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠে একাত্তর টিভি। অন্যদিকে, দ্বিতীয় সেমি-ফাইনালে দৈনিক ইনকিলাবকে ২-০ গোলে পরাজিত করে ফাইনালে ওঠে চ্যানেল আই। ‘প্রাণ-ডিআরইউ ফুটবল টুর্নামেন্ট-২০২১’ এর এবারের আনরে ৫০টি দল অংশগ্রহণ করে।

ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) আয়োজনে এবং প্রাণ-আরএফএল গ্রুপের পৃষ্ঠপোষকতায় ‘প্রাণ-ডিআরইউ ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণ-আরএফএল গ্রুপের ডিরেক্টর মার্কেটিং চৌধুরী কামরুজ্জামান, হেড অব কর্পোরেট ব্র্যান্ড নূরুল আফসার, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। প্রাণ-ডিআরইউ ফুটবল টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডিআরইউ’র ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ঢাকার বাইরে চার জেলায় হবে আন্তর্জাতিক স্টেডিয়াম

ঢাকার বাইরে চার জেলায় হবে আন্তর্জাতিক স্টেডিয়াম

পাকিস্তান ক্রিকেট দলের বিপক্ষে মামলা নেননি আদালত

পাকিস্তান ক্রিকেট দলের বিপক্ষে মামলা নেননি আদালত

পতাকাসহ পাকিস্তানকে ফেরত পাঠানো উচিৎ : তথ্য প্রতিমন্ত্রী

পতাকাসহ পাকিস্তানকে ফেরত পাঠানো উচিৎ : তথ্য প্রতিমন্ত্রী

খেলা নিয়ে অনলাইনে জুয়া, জেলায় দিনে লেনদেন ৫ কোটি টাকা

খেলা নিয়ে অনলাইনে জুয়া, জেলায় দিনে লেনদেন ৫ কোটি টাকা