সাকিব আল হাসানের ছবিতে পেসার শহীদুল ইসলামের মাথা কেটে সেটি অফিশিয়াল ফেসবুক পেজে শেয়ার দেওয়ায় কনটেন্ট ম্যাটারস প্রতিষ্ঠানের সাথে চুক্তি বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রতিষ্ঠানটির সাথে বিসিবির ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং টুইটার অ্যাকাউন্টের প্রচারস্বত্ব ছিল।
বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সংবাদ মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, বিসিবি অচিরেই ডিজিটাল স্বত্ব বিক্রির নতুন দরপত্র আহ্বান করবে।
ঘটনাটি ঘটে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে। পাকিস্তানের ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে আউট করেন টাইগার পেসার শহীদুল ইসলাম। তবে তাৎক্ষণিকভাবে শহীদুলের ছবি না পেয়ে ২০১৯ বিশ্বকাপে সাকিবের একটি ছবিতে মাথা কেটে শহীদুলের মাথা বসিয়ে দেওয়া হয়।
ছবিটি বিসিবির অফিশিয়াল ফেসবুক পেজে শেয়ার দেওয়া হলে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। কারণ, ছবিটি বুঝতে টাইগার ভক্তদের বেশি সময় নিতে হয়নি। বিষয়টিকে ঘিরে বিসিবির কর্মকাণ্ডের দুর্বলতা নিয়েও সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশ করা হয়।
গত চার বছর ধরে বিসিবির সামাজিক যোগাযোগ মাধ্যমের দায়িত্ব পালন করে আসছিল কনটেন্ট ম্যাটারস নামে একটি প্রতিষ্ঠান। মূলত তারাই এ ঘটনা ঘটিয়েছে। তবে ভুলে খেসারত দিতে হচ্ছে। সমালোচনার মুখে বৃহস্পতিবার (২৫ নভেম্বর) প্রতিষ্ঠানটির সাথে আনুষ্ঠানিকভাবে চুক্তি বাতিল করেছে বিসিবি।
বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, কনটেন্ট ম্যাটারসের সাথে বিসিবির চুক্তি বাতিল করা হয়েছে। এখন অচিরেই ডিজিটাল স্বত্ব বিক্রির নতুন দরপত্র দেওয়া হবে।
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]