পাকিস্তান ক্রিকেট দলের বিপক্ষে মামলা নেননি আদালত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২৮ এএম, ২৬ নভেম্বর ২০২১
পাকিস্তান ক্রিকেট দলের বিপক্ষে মামলা নেননি আদালত

স্টেডিয়ামে পতাকা উড়িয়ে অনুশীলন করায় পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজমসহ ২১ জনের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আবুবকর ছিদ্দিক এ আদেশ দিয়েছেন।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আল মামুন এ মামলার আবেদন করেন। মামলার আবেদনে তার দাবি ছিল, মিরপুর একাডেমি মাঠে সরকারের অনুমতি ছাড়া পাকিস্তান ক্রিকেট দল পতাকা উড়িয়ে অনুশীলন করেছে, যা জাতীয় পতাকার বিধমালা লঙ্ঘন।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মামলার আবেদন করার পর আদালত মামলা গ্রহণের বিষয়ে পরে রায় দেবেন বলে জানান। পরে বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলার আবেদন খারিজ করে দেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে দেশে না ফেরে দুবাই থেকে সরাসরি ফ্লাইটে ১৩ নভেম্বর (শনিবার) ঢাকা পৌঁছেছে পাকিস্তান দল। বাংলাদেশে পৌঁছে একদিন পরেই মাঠে অনুশীলনে নামে বাবর আজমরা।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে পাকিস্তানের জাতীয় পতাকা উড়িয়ে অনুশীলন করে পাকিস্তান ক্রিকেট দল।

বিষয়টি মিডিয়ার মাধ্যমে চারদিকে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপের পাকিস্তান ক্রিকেট দল তাদের জাতীয় পতাকা উড়িয়ে অনুশীলন করেছেন।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

মিরপুরে পতাকা উড়িয়ে পাকিস্তানের অনুশীলন

মিরপুরে পতাকা উড়িয়ে পাকিস্তানের অনুশীলন

মানুষের মুখ বন্ধ রাখতে পারব না, আমাদেরই কান বন্ধ রাখতে হবে : মমিনুল

মানুষের মুখ বন্ধ রাখতে পারব না, আমাদেরই কান বন্ধ রাখতে হবে : মমিনুল

চট্টগ্রাম টেস্টে ১২ জনের দল দিল পাকিস্তান

চট্টগ্রাম টেস্টে ১২ জনের দল দিল পাকিস্তান

বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজের ম্যাচ অফিসিয়াল চূড়ান্ত

বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজের ম্যাচ অফিসিয়াল চূড়ান্ত