বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলার আগে মাঠের অনুশীলন শুরু করেছে পাকিস্তান ক্রিকেট দল। তবে মাঠে নিজ দেশে জাতীয় পতাকা উড়িয়ে অনুশীলন করায় নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। যেখানে নতুন করে নিজের নাম জড়ালেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান। তিনি বলেন, পতাকা উড়িয়ে অনুশীলন করায় পাকিস্তান ক্রিকেট দলকে ফেরত পাঠানো উচিৎ।
চট্টগ্রাম সফরে মঙ্গলবার (১৬ নভেম্বর) রাতে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘পাকিস্তান টিমে যারা খেলে, খেলোয়াড়দের নিয়ে আমার কোনো কথা নাই। তবে বাংলার মাটিতে যখন আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ পালন করছি, সমগ্র বিশ্বে মুজিব বর্ষ উদযাপিত হচ্ছে। এমন সময় প্র্যাকটিসে জাতীয় পতাকা -এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’
তিনি আরও বলেন, ‘এটা আমি কোনোভাবেই সমর্থন করি না। আমি মনে করি, তাদের পতাকাসহ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া উচিৎ।’
বিশ্বকাপ থেকে সরাসরি ঢাকা সফরে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। এ সফরে তারা বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও দুটি টেস্ট ম্যাচ খেলবে।
সিরিজ শুরু হওয়ার আগে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে মোট চার দিন অনুশীলন করবে পাকিস্তান ক্রিকেট দল। সোমবার অনুশীলনে প্রথম দিনেই দুই পাশে দুটি জাতীয় পতাকা উড়িয়ে দেয়। বিষয়টি নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
প্রতিমন্ত্রী মুরাদ হাসান বলেন, ‘আমাদের চেতনায়, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। ওদের এ পাকিস্তানিদের পতাকা। পতাকা লাগিয়ে কিসের প্র্যাকটিস? নাটক, সিনেমা, ভণ্ডামি? করতে দেওয়া উচিৎ না। যাদের সঙ্গে আমরা যুদ্ধ করে মহান মুক্তিসংগ্রামের মধ্য দিয়ে পরাজিত করে, স্বাধীন বাংলাদেশ ৩০ লক্ষ শহীদের রক্ত দিয়ে কিনেছি।’