‘আত্মবিশ্বাস এবং পরিশ্রমের ফল এ পদক’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১৬ এএম, ১৮ নভেম্বর ২০২১
‘আত্মবিশ্বাস এবং পরিশ্রমের ফল এ পদক’

২২তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে এসে প্রথমবারের মতো পদকের দেখা পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশকে প্রথমবারে মতো এ সাফল্য এনে দেন তিন নারী আর্চার দিয়া সিদ্দিকী, বিউটি রায় এবং নাসরিন আক্তার। ব্রোঞ্জ জিতে তারা জানান, পরিশ্রম এবং আত্মবিশ্বাসের কারণেই এ পদক জয় সম্ভব হয়েছে।

বুধবার (১৭ নভেম্বর) আর্মি স্টেডিয়ামে রিকার্ভ নারী দলগত ইভেন্টে ভিয়েতনামকে ৫-৩ সেটে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতে নেয় বাংলাদেশ। এ পদকের মাধ্যমেই এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে পদক খরা কাটালো বাংলাদেশ।

পদক জিতে দিয়া সিদ্দিকী জানান, তাদের মধ্যে আত্মবিশ্বাস ছিল। এ কারণেই পদক জেতা সম্ভব হয়েছে।

তিনি বলেন, ‘আমাদের আত্মবিশ্বাস ছিল যে আমরা পারব, আমাদের তিন জনের মধ্যে একটা আত্মবিশ্বাস ছিল। আমরা অনেক খুশি যে এশিয়ান চ্যাম্পিয়নশিপের মত আসরে এই প্রথম ব্রোঞ্জ মেডেল আসলো। আপনারা জানেন যে আমরা ফাইনালে গেছি এবং তিন জনের হাতেই ব্রোঞ্জ মেডেল উঠলো।’

নারী দলগত ইভেন্টে দিয়ার সতীর্থ ছিলেন বিউটি রায়। তিনিও ব্রোঞ্জ জিতে বেশ উচ্ছ্বসিত। ম্যাচের আগে চেস্ট গার্ডে সমস্যা হচ্ছিলো বলেও জানান তিনি। তার মতে কোচের সমর্থনের কারণে বেশ ভালোভাবেই সমস্যা সমাধান করে সেরাটা দিতে পেরেছেন।

বিউটি বলেন, ‘ম্যাচের আগে যখন অনুশীলন করছিলাম তখন আমার চেস্ট গার্ডে সমস্যা হচ্ছিল তখন কোচের দিকে তাকাই ছিলাম। কোচ আমাকে বলে, ভয় পাওয়ার কিছু নেই, এখনো সময় আছে। চেস্ট গার্ড চেঞ্জ করে আবার মারো। আত্মবিশ্বাস কোচের কাছ থেকেই আমরা পাই, কোচ সাহস না দিলে আমরা সাহস হারিয়ে ফেলি। কোচের মুখ দেখলেই আসলে আমরা বুঝতে পারি যে, ভাল করব ও সাফল্য অর্জন করব।’

রিকার্ভ নারী দলগত ইভেন্টের সর্বশেষ নারী সদস্য ছিলেন নাসরিন আক্তার। তার মতে কঠোর অনুশীলনের কারণে এশিয়ান চ্যাম্পিয়নশিপে সাফল্য এসেছে।

তিনি বলেন, ‘আমরা এই প্রথম এশিয়ান চ্যাম্পিয়নশিপে পদক জিতলাম। আমরা টানা এক বছর অনুশীলন করেছি, কোন ছুটিতে ছিলাম না। শুধু ম্যাচ আর অনুশীনে নজর দেওয়ায় এখানে তিন জনই ভাল করতে পেরেছি।’ 

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আর্চারি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের দুই পদক জয়

আর্চারি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের দুই পদক জয়

আফগানিস্তান পরিস্থিতি পর্যবেক্ষণে আইসিসির কমিটি গঠন

আফগানিস্তান পরিস্থিতি পর্যবেক্ষণে আইসিসির কমিটি গঠন

ঘুরে দাঁড়ানোর পথে এ কেমন দল?

ঘুরে দাঁড়ানোর পথে এ কেমন দল?

ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় শুরু হচ্ছে কর্পোরেট টি-টোয়েন্টি কাপ

ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় শুরু হচ্ছে কর্পোরেট টি-টোয়েন্টি কাপ