আর্চারি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের দুই পদক জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:০৩ এএম, ১৮ নভেম্বর ২০২১
আর্চারি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের দুই পদক জয়

এশিয়ান আর্চারিতে এর আগে কখনই পদকের দেখা পায়নি বাংলাদেশ। তবে এবার সে ধারা ভেঙে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবারে মতো পদকের দেখা পেয়েছে বাংলাদেশ।

বুধবার (১৭ নভেম্বর) এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের ৫ম দিন সকালে রিকার্ভ নারী দলগত ইভেন্টে পদক জেতে বাংলাদেশ। এ দলে ছিলেন নাসরিন আক্তার, বিউটি রায় এবং দিয়া সিদ্দিকী। তাদের হাত ধরেই এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে প্রথম পদক পায় বাংলাদেশ।

একই দিন রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে ব্রোঞ্জ পদক জেতে বাংলাদেশ। এ দলে ছিলেন রোমান সানা, রামকৃষ্ণ সাহা এবং মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল।

বুধবার আর্মি স্টেডিয়ামে ভিয়েতনামকে ৫-৩ ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ পদক জেতে বাংলাদেশের নারীরা। সেমি-ফাইনালে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে হেরে বাংলাদেশের ফাইনাল খেলার স্বপ্ন ভাঙে।

sportsmail24

রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টের বাংলাদেশের জয় আসে কাজাখস্তানের বিপক্ষে। কাজাখস্তানকে ৬-২ সেটে হারিয়ে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেন রোমান সানারা।

এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে আরও একটি পদক নিশ্চিত করে রেখেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রিকার্ভ মিশ্র দ্বৈত ইভেন্টের ফাইনালে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে নামবে বাংলাদেশ। রিকার্ভ মিশ্র দ্বৈত ইভেন্টে খেলবেন দিয়া সিদ্দিকী এবং মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

রোমান সানা ও দিয়া দিদ্দিকীর বিদায়

রোমান সানা ও দিয়া দিদ্দিকীর বিদায়

পুরুষ রিকার্ভে কোরিয়ার প্রাধান্য, নবম স্থানে রোমান সানা

পুরুষ রিকার্ভে কোরিয়ার প্রাধান্য, নবম স্থানে রোমান সানা

প্রিয় বালিশকে সঙ্গী করেই ঢাকায় রিজওয়ান

প্রিয় বালিশকে সঙ্গী করেই ঢাকায় রিজওয়ান

রিজওয়ানের দেওয়া কোরআন পেয়ে আপ্লুত হেইডেন

রিজওয়ানের দেওয়া কোরআন পেয়ে আপ্লুত হেইডেন