টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করেই ঢাকায় পা রেখেছে পাকিস্তান ক্রিকেট দল। দলের সাথে দুবাই থেকে সরাসরি ঢাকায় এসেছেন পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। এ সফরে তার সঙ্গী হয়েছে একটি বালিশ। বালিশসহ তার এ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সবাই কৌতুহলী এ বালিশ সম্পর্কে।
ব্যাট হাতে দারুণ ছন্দে থাকা মোহাম্মদ রিজওয়ানের খুবই পছন্দের এ বালিশ। যেখানে যান সেখানেই এ বালিশটি তার সঙ্গী হয়। তাই তো বাংলাদেশে আসার সময়ও সঙ্গে করে এ বালিশ নিয়ে এসেছেন তিনি।
বাংলাদেশে বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি এবং দুইটি টেস্ট খেলতে ঢাকায় এসেছে পাকিস্তান। দুবাই থেকে সরাসরি ঢাকায় এসেছে তারা। দুবাই এবং ঢাকা দুই বিমানবন্দরেই রিজওয়ানকে দেখা গেছে ওই বালিশ হাতে।
দুই বিমানবন্দরের কোথাও এক মুহুর্তের জন্যও বালিশটি হাতছাড়া করেননি তিনি।এমনকি ভক্তদেরকে অটোগ্রাফ দেওয়ার সময়ও বালিশটি নিজের কাছেই রেখেছিলেন রিজওয়ান। তার এ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকেই জানতে চাচ্ছেন রিজওয়ানের সাথে বালিশের সম্পর্ক কি?
বালিশের বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, রিজওয়ান বালিশটি নিজের বাসা থেকে নিয়ে এসেছে। তিনি যেখানেই যান, সেখানেই এ বালিশ নিয়ে যান। এমনকি দেশের ভিতরেও একই কাজ করেন তিনি।
পিসিবি আরও জানিয়েছে, এই বালিশে ভালো ঘুমাতে পারেন তিনি। তাই এ বালিশ হাতছাড়া করেন না রিজওয়ান।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]