পাকিস্তান ক্রিকেট দলের ওপেনার মোহাম্মদ রিজওয়ানের কাছ থেকে পবিত্র কোরআনের ইংরেজি সংস্করণ পেয়ে আবেগে আপ্লুত অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ম্যাথু হেইডেন। তিনি জানান, আমি প্রতিদিন একটু একটু করে পড়ছি।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করছেন হেইডেন। দলের প্রিয় খেলোয়াড়ের কাছ থেকে পবিত্র কোরআন শরীফ উপহার পেয়ে তিনি জানান, রিজওয়ানের কাছ থেকে পবিত্র কোরআনের ইংরেজি সংস্করণ পেয়েছি, যা কখনও ভুলবো না।
বিশ্বকাপে পাকিস্তান দলের ব্যাটিং কোচ হওয়ার সুবাদে রিজওয়ানের সাথে ইসলাম ধর্ম নিয়ে গভীর আলোচনার সুযোগ পেয়েছেন হেইডেন। আলোচনার সুবাদে রিজওয়ানের কাছ থেকে পবিত্র কোরআনের একটি ইংরেজি সংস্করণ উপহার পেয়েছেন হেইডেন।
নিউজ করপোরেশন অস্ট্রেলিয়াকে হেইডেন বলেন, ‘এটা রিজি (মোহাম্মদ রিজওয়ার) এবং আমার কাটানো একটি সুন্দর মুহূর্ত ছিল। আমি কখনই ভুলবো না এ মুহূর্ত। আমি খ্রিস্টান হওয়া সত্ত্বেও ইসলাম সম্পর্কে আগ্রহী।’'
তিনি আরও বলেন, ‘একজন খ্রিস্ট এবং অন্যজন মুহাম্মদকে অনুসরণ করে। তিনি আমাকে কোরআনের একটি ইংরেজি সংস্করণ উপহার দিয়েছিলেন। আমরা আধাঘণ্টা মেঝেতে বসে গল্প করলাম। আমি প্রতিদিন একটু একটু করে পড়ছি। রিজি আমার প্রিয় ব্যক্তিদের মধ্যে একজন এবং সে একজন চ্যাম্পিয়ন খেলোয়াড়।’
পাকিস্তানের ক্রিকেটারদের প্রশংসা করে হেইডেন বলেন, ‘এ ছেলেরা কতটা শান্ত এবং নম্রতা দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। এটা দারুণ মজার অভিজ্ঞতা আমার। তারা সত্যিই কোচিং পাওয়ার যোগ্য খেলোয়াড়। আধ্যাতিকতার গভীর অনুভূতি থেকে উচ্ছসিত তারা।’
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]