ম্যাচ চলাকালীন আবুধাবির কিউরেটরের মরদেহ উদ্ধার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৪৫ এএম, ০৮ নভেম্বর ২০২১
ম্যাচ চলাকালীন আবুধাবির কিউরেটরের মরদেহ উদ্ধার

নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচ চলাকালীন হোটেল রুম থেকে আবুধাবি শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামের কিউরেটর মোহন সিংয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও তার মৃত্যুর কারণ জানা যায়নি। এ বিষয়ে আবুধাবি পুলিশ তদন্ত করছে।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট তিনটি ভেন্যুতে খেলা হচ্ছে। এর মধ্যে অন্যতম হলো আবুধাবি শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম। এ স্টেডিয়ামের কিউরেটর হিসেবে কাজ করছিলেন ভারতীয় বংশোদ্ভূত মোহন সিং। প্রায় দশ বছর ধরে আবুধাবি ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাথে কাজ করছেন তিনি।

আবুধাবি ক্রিকেট অ্যাসোসিয়েশনে যোগ দেওয়ার আগে ভারতের চন্ডীগড়ের মোহালি ক্রিকেট স্টেডিয়ামে কিউরেটর হিসেবে কাজ করেছিল তিনি। ১৯৯৪ সাল থেকে কিউরেটর হিসেবে কাজ করছেন তিনি।

মোহন সিংয়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছে আবুধাবি ক্রিকেট অ্যাসোসিয়েশন। তারা জানিয়েছে, মোহনের পরিবারকে জানানো হয়েছে। তারা ইতিমধ্যেই আবুধাবির উদ্দেশে রওয়ানা দিয়েছে।

মোহন সিংয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সাবেক প্রধান কিউরেটর দলজিত সিং। তিনি বলেন, ‘এটা আমার জন্য বিস্ময়কর খবর। সে (মোহন সিং) প্রচুর পরিশ্রমী  ছিলো। স্বপ্নবাজ একজন মানুষ ছিলেন মোহন। আমি তার পরিবারের প্রতি শোক জানাচ্ছি।’

প্রাথমিকভাবে নিজের হোটেল রুমে আত্মহত্যা করেছেন মোহন সিং। তবে এখনও নিশ্চিত কোনো তথ্য জানায়নি কর্তৃপক্ষ।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

ফেসবুক পোস্ট সরিয়ে নিলেন শাহরিয়ার নাফীস

ফেসবুক পোস্ট সরিয়ে নিলেন শাহরিয়ার নাফীস

মুখে যতই হাসো, বুঝতে পারি তুমি ভালো নেই : নাসিরকে সুবাহ

মুখে যতই হাসো, বুঝতে পারি তুমি ভালো নেই : নাসিরকে সুবাহ

বিসিবিতে চাকরির বিজ্ঞপ্তি

বিসিবিতে চাকরির বিজ্ঞপ্তি

রোনালদো পারলেও ওয়ার্নার পারলেন না

রোনালদো পারলেও ওয়ার্নার পারলেন না