সর্বশেষ ২০১৭ সালে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছিল বাংলাদেশ। এক আসর পরেই আবারও ঢাকায় বসছে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের আসর। শনিবার (৬ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন। শুধু তাই নয়, একই দিনে ঘোষণা করা হয়েছে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের বাংলাদেশ দল।
শনিবার রাজধানীর এক হোটেল প্রতিযোগিতা লোগো উম্মোচন করা হয়। সেখানেই দল ঘোষণা করেন বাংলাদেশ আর্চারি দলের কোচ মার্টিন ফ্রেডরিখ।
চলতি বছরের ১২ নভেম্বর ঢাকায় বসবে ওয়ার্ল্ড আর্চারির এশিয়া কংগ্রেস অনুষ্ঠিত হবে। কংগ্রেসের পর একদিন বিরতি দিয়ে ঢাকায় শুরু হবে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশি।
এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে অংশ নিবে বাংলাদেশসহ ১৭টি দেশ। অংশ নেওয়া বাকি দেশগুলো হলো- ভারত, ইরান, ইরাক, জর্ডান, কাজাখিস্তান,দক্ষিণ কোরিয়া, সৌদি আরব, কুয়েত, লেবানন, পাকিস্তান, কাতার, শ্রীলঙ্কা, সিরিয়া, উজবেকিস্তান, ভিয়েতনাম এবং ইয়েমেন।
আসরে রিকার্ভ-কম্পাউন্ড মিলিয়ে মোট ১০ ইভেন্টের লড়াই অনুষ্ঠিত হবে। রাজধানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত হবে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের এবারের আসর। মোট ১৩১ জন প্রতিযোগি নিয়ে আয়োজিত হবে এবারের আসর। এ আসরে থাকছেন ৫৩ জন নারী এবং ৭৮ জন পুরুষ আর্চার। এবারের আসরের পৃষ্ঠপোষক হিসেবে থাকছে সিটি গ্রুপ।
বাংলাদেশ দল
রিকার্ভ ইভেন্ট পুরুষ দল
রোমান সানা, রামকৃষ্ণ সাহা, হাকিম আহমেদ রুবেল ও আব্দুর রহমান আলিফ।
রিকার্ভ ইভেন্ট নারী দল
দিয়া সিদ্দিকী, বিউটি রায়, নাসরিন আক্তার ও শ্রাবণী আক্তার।
কম্পাউন্ড দল পুরুষ
অসীম কুমার দাস, নেওয়াজ আহমেদ রাকিব, সোহেল রানা ও মোহাম্মদ আশিকুজ্জামান।
কম্পাউন্ড দল নারী
বন্যা আক্তার, সোমা বিশ্বাস ও শ্যামলী রায়।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]