টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রাথমিক পর্বে দুটি ম্যাচ জিতে সুপার টুয়েলভে খেলার যোগ্যতা অর্জন করেছিল বাংলাদেশ। তবে সুপার টুয়েলভে একটি ম্যাচও জিততে পারেনি টাইগাররা। সেমি-ফাইনালের খেলার আশার বাণী শুনিয়ে বিশ্বকাপে গেলেও সেটাই কিছুই করতে পারেনি বাংলাদেশ।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে খেলায় দেশ-বিদেশে বাংলাদেশ দল নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। দেশের বাইরে অস্ট্রেলিয়া-পাকিস্তানের সাবেক ক্রিকেটাররাও টাইগারদের ব্যর্থতা নিয়ে সমালোচনা করেছেন।
অস্ট্রেলিয়ার ক্রিকেটার মার্ক ওয়াহ বাংলাদেশের ব্যাটিংকে ‘থার্ড ক্লাস’-এর চেয়েও খারাপ বলে অভিহিত করেছেন। তার আগে টাইগার ওপেনার লিটন দাসকে নিয়ে সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম।
ওয়াসিম ছাড়াও পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ উল হকও বাংলাদেশের ক্রিকেট নিয়ে সমালোচনা করেছেন। বিশ্ব আসরে টাইগার ক্রিকেটারদের ব্যর্থতা নিয়ে বিশ্বজুড়ে সমালোচনার অনেকে আবার পাল্টা জবাবও দিচ্ছেন। তাদের মধ্যে একজন হলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীস।
দেশের ব্যর্থতার মাঝে ক্রিকেটারদের পাশে দাঁড়িয়ে পাকিস্তানি সাবেক ক্রিকেটারদের সমালোচনা জবাব দিয়েছিলেন তিনি। এ বিষয়ে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে একটি স্ট্যাটাস দিয়েছিলেন দেশের এ সাকেব ক্রিকেটার। তবে ক্রিকেটারদের বাজে পারফরম্যান্সের মাঝে সেখানেও টিকতে পারেননি তিনি। সমালোচকদের নানা মন্তব্যে অবশেষ সেই স্ট্যাটাস সরিয়ে নিয়েছেন নাফীস।
নাফীস লিখেছিলেন, ‘পাকিস্তান দল এখন যেমন খেলছে তা সত্যইই প্রশংসার দাবিদার। কিন্তু পাকিস্তানি কিংবদন্তিদের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, স্যার আপনাদের বাংলাদেশ ক্রিকেট নিয়ে ভাবার দরকার নেই।’
নাফীসের ওই পোস্টে দুই ঘণ্টার মধ্যে ৩০ হাজার রিয়েকশন, ১৬ হাজার কমেন্টস এবং এক হাজারবার শেষ হয়। স্বল্প সময়ের মাঝে ১৬ হাজার কমেন্টেস মাঝে বেশিরভাগই ছিল নেতিবাচক মন্তব্য।
এদিকে, স্ট্যাটাস সরিয়ে নেওয়ার বিষয়ে কথা বলতে চেয়ে শাহরিয়ার নাফীসের হোয়াটসঅ্যাপে এসএমএস দেওয়া হলেও তিনি কোন উত্তর দেননি। ফলে এ বিষয়ে তার কোন মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]