ক্রিস্টিয়ানো রোনালদো সংবাদ সম্মেলনে এসে বিশ্বখ্যাত কোমল পানীয় কোকা-কোলার বোতল সরিয়ে রেখে হৈইচই ফেলে দিয়েছিলেন। রোনালদোর ওই কাণ্ডে শেয়ার বাজারে কোকাকোলার রীতিমতো ধস নেমে গিয়েছিল। এবার রোনালদো পথ ধরে সংবাদ সম্মেলনে ডেভিড ওয়ার্নারও কোকাকোলার বোতল সরিয়ে রাখতে চেয়েছিলেন। তবে শেষ মুহূর্তে সেটি আর সম্ভব হয়নি।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দিনের একমাত্র খেলা শেষে সংবাদ সম্মেলনে হাজির হর জয়ী দলের ব্যাটার ডেভিড ওয়ার্নার।
শ্রীলঙ্কার বিপক্ষে দলীয় সর্বোচ্চ ব্যক্তিগত ৬৫ রান আসে ওয়ার্নারের ব্যাটচ থেকে। দীর্ঘদিন পর রানে ফেরা এ অসি তারকা সংবাদ সম্মেলনে এসেই টেবিলে রাখা কোকাকোলার বোতল দুটি সরিয়ে নেন।
বোতল সরিয়ে নিলেও নীচে রাখার আগে পাশে থাকা আইসিসির সাপোর্টিং স্টাফের দিকে তাকিয়ে কথা বলেন। অস্ট্রেলিয়ার এ ওপেনার জিজ্ঞেস করেন, ‘তিনি বোতল সরিয়ে রাখতে পারবেন কি-না।
আরও পড়ুন> সংবাদ সম্মেলনে কোকের বোতল সরিয়ে দিলেন রোনালদো
তবে সেখান থেকে ‘না’ সূচক উত্তর আসে। একই সাথে পাশে থেকে আরেকজন সাপোর্ট স্টাফ দৌড়ে এস বোতল দুটি উপরে রাখতে চান। তবে ওয়ান তাকে রাখতে দেননি। হাসিমাখা মুখে নিজেই আবার বোতল দুটি সামনে রাখেন তিনি।
বোতল রাখার সময় অবশ্য ওয়ার্নার বলতে থাকেন, ‘যদি এটা ক্রিস্টিয়ানো’র জন্য ভালো (কোকা-কোলা পরিহার) হয়, তাহলে আমার জন্যও হবে।’
পর্তুগাল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো স্বাস্থ্য সচেতন। বিশ্বজুড়ে তার অনুসারীর সংখ্যা অগণিত। সবাইকে স্বাস্থ্য সচেতন করতেই সে সময় কোকাকোলার বোতল সরিয়ে রেখেছিলেন বরে সংবাদ মাধ্যমে বলা হয়। যদিও বিভিন্ন সংবাদ মাধ্যমে ভিন্ন খবরও ছিল।
— Hassam (@Nasha_e_cricket) October 28, 2021
বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডের এ ফরোয়ার্ডে ওই কর্মকাণ্ডে সে সেময় আন্তর্জাতিক শেয়ার বাজারে কোকাকোলার ধস নেমেছিল। তবে রোনালদো তার কাজে সে সময় স্থীর ছিলেন। চারদিক সমালোচনা হলেও কোকাকোলার বোতন তিনি উপরে রাখতে রাজি নন। বরং তিনি পানির বোতল উচিয়ে সবাইকে সেটা পান করতে বলেন।
তবে এবার পারেননি অস্ট্রেলিয়ার ক্রিকেট তারকা ডেভিড ওয়ার্নার। সংবাদ সম্মেলনের টেবিল থেকে কোকাকোলার বোতল সরাতে চাইলেও পারেননি। স্বল্প সময়ের মধ্যেই আবারও বোতল সামনেই রাখতে হয়েছে।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]