কমনওয়েলথ গেমসে বাংলাদেশ দলের হয়ে প্রথম প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন মো. মাহামুদুন্নবী নাহিদ। বৃহস্পতিবার পুরুষদের ৫০ মিটার বাটার ফ্লাইয়ে তিন নম্বর হিটে অংশ নিয়ে ৮ জনের মধ্যে ৬ষ্ঠ স্থান লাভ করেছেন চাপাই নবাবগঞ্জের এ সাঁতারু।
গোলকোস্টের অপটাস একুয়েটিক সেন্টারে অনুষ্ঠিত হিটে ২৬.৫৬ সেকেন্ড সময় নিয়ে তিনি পেছনে ফেলেন জিব্রাল্টার দুই সাঁতারু ম্যাট সেভিজ ও জেমস স্যান্ডেরসনকে। তবে ৫০ মিটার থেকে বাদ পড়েছেন তিনি।
এ হিটে প্রথম হয়েছেন কেনিয়ার স্টেভেন মাইনা। তিনি সময় নিয়েছেন ২৬.০২ সেকেন্ড। ২৬.১১ সেকেন্ড সময় নিয়ে ২য় হয়েছেন মোজাম্বিকের ইরিকো চুনা । হিটে অংশ নেয়া সাঁতারুদের মধ্য থেকে সর্বোচ্চ টাইমিং করা ১৬ সাাঁতারু পরের পর্বে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে।
আগামী ৮ এপ্রিল নাহিদ অংশ নেবেন পুরুষদের ১০০ মিটার বাটারফ্লাইয়ে। চার নম্বর হিটে প্রতিদ্বন্দ্বিতা করবেন নাহিদ।