যদি টকশো করতাম, তাহলে এ ব্যর্থতা দেখতে হতো না : শিশির

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:০৭ এএম, ২৯ অক্টোবর ২০২১
যদি টকশো করতাম, তাহলে এ ব্যর্থতা দেখতে হতো না : শিশির

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বেশ খারাপ সময় কাটাচ্ছে বাংলাদেশ। প্রাথমিক পর্বে প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে হারলেও পরের দুই ম্যাচে ওমান এবং পাপুয়া নিউগিনির বিপক্ষে জয় নিয়ে জয়ের ধারা ফেরে বাংলাদেশ। তবে সুপার টুয়েলভে আবারও হারের বৃত্তে বন্দি হয়েছে বাংলাদেশ। বাংলাদেশ দলের এমন অবস্থায় সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির জানিয়েছেন, তিনি টকশোতে কথা বললে এমন ভুল হতো না।

ঘরের মাঠে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডকে হারিয়ে আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে বাংলাদেশ। তবে প্রথম ম্যাচেই বাংলাদেশের আত্মবিশ্বাস শূন্যের কোটায় নামিয়ে দেয় স্কটিশরা। তাদের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় হারে বাংলাদেশ।

প্রাথমিক পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে হারলেও পরের দুই ম্যাচে ওমান এবং পাপুয়া নিউগিনির বিপক্ষে জয় তুলে নেয়। এ দুই জয়ের আত্মবিশ্বাস নিয়ে সুপার টুয়েলভ খেলতে আসে টাইগাররা।

সুপার টুয়েলভে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং নিয়ে কোনো অভিযোগ না থাকলেও বাজে অধিনায়কত্ব এবং ফিল্ডিংয়ে ১৭১ রান করেও হার এড়াতে পারেনি টাইগার বাহিনী। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে কোনো পাত্তাই পায়নি বাংলাদেশ।

দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির জানান, ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশের সেরা বোলিং আক্রমণ এবং সেরা ওপেনিং জুটি থাকার পরও আমরা ভালো করতে পারিনি। তখন এসব নিয়ে কেন কোনো আলোচনা হয়নি সে বিষয়েও প্রশ্ন তোলেন।

শিশির বলেন, ‘২০১৯ বিশ্বকাপে বড় দলগুলোর সাথে খেলা হয়েছিল তখনও আমাদের সেরা পেসার এবং সেরা ওপেনিং জুটি ছিল। তবে আমরা ভালো করতে পারিনি। আমার কৌতুহলী মন জানতে চাচ্ছে তখন কেন এটা নিয়ে কথা হয়নি!’

বাংলাদেশ দলের বিপক্ষে তখন কেন এসব নিয়ে প্রশ্ন উঠেনি তা জানতে চান উম্মে আহমেদ শিশির। টাইগারদের সমর্থনে সমালোচকদের উদ্দেশ্যে বলেন, ‘আমি যদি টক শোতে ২০১৯ বিশ্বকাপের ভুল নিয়ে কথা বলতাম, তাহলে আমরা এখন এত ভুল করতাম না।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ইশো’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সাকিব

ইশো’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সাকিব

হারিয়ে দিয়ে ভারতকে ইমরান খানের খোঁচা

হারিয়ে দিয়ে ভারতকে ইমরান খানের খোঁচা

দড়ি দিয়ে বাঁধার পর অনুভূতি জানালেন কোহলি

দড়ি দিয়ে বাঁধার পর অনুভূতি জানালেন কোহলি

সমালোচনা সহ্য করাও শিল্প : মাশরাফি

সমালোচনা সহ্য করাও শিল্প : মাশরাফি