ভাবমূর্তি ‌‘ক্ষুণ্ন’ করায় দ্রুততম মানব ইসমাইল এক বছর নিষিদ্ধ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৪১ এএম, ১১ অক্টোবর ২০২১
ভাবমূর্তি ‌‘ক্ষুণ্ন’ করায় দ্রুততম মানব ইসমাইল এক বছর নিষিদ্ধ

টোকিও অলিম্পিকে যেতে না পেরে বিভিন্ন গণমাধ্যমে কথা বলে ফেডারেশনের ভাবমূর্তি ‘ক্ষুণ্ন’ করার দায়ে দেশের দ্রুততম মানব মোহাম্মদ ইসমাইলকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। এর ফলে ২ অক্টোবর (শনিবার) থেকে আগামী এক বছর ঘরোয়া ও আন্তর্জাতিক কোন প্রতিযোগিতায় ইসমাইল অংশ নিতে পারবেন না।

রোবাবর (১০ অক্টোবর) বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রকিব সংবাদ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, টোকিও অলিম্পিকে অ্যাথলেটিকসে প্রাথমিকভাবে তিনজনকে বাছাই করা হয়েছিল। তারা হলেন- দ্রুততম মানব মোহাম্মদ ইসমাইল, মানবী শিরিন আক্তার এবং জহির রায়হান। তবে তিনজনের মধ্যে শিরিন আক্তার সাথে জহির রায়হানকে চূড়ান্তভাবে মনোনীত করে ফেডারেশন এবং তাদের দু’জনকে টোকিও অলিম্পিকে নিয়ে যাওয়া হয়।

প্রাথমিকভাবে বাছাই হয়েও চূড়ান্ত পর্বে বাদ পড়ায় বিষয়টি মেনে নিতে পারেননি নৌবাহিনীর মোহাম্মদ ইসমাইল। সে সময় বাছাই–প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সে সময় গণমাধ্যমে বলেছিলেন, ‘অলিম্পিকের জন্য বাছাই প্রক্রিয়া যথাযতভাবে হয়নি। আমার প্রতি অবিচার করা হয়েছে।’

ইসমাইলের নিষেধাজ্ঞার বিষয়ে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রকিব বলেছেন, ‘ইসমাইল ফেডারেশনের সিদ্ধান্ত উপেক্ষা করে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে একটি চিঠি দিয়েছিল। তাকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ হয়ে বিভিন্ন গণমাধ্যমেও কথা বলেছিল। এতে দেশে ও দেশের বাইরের মানুষ ফেডারেশন সম্পর্কে খারাপ দারণা পেয়েছে। যা ফেডারেশনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বিষয়টি নিয়ে তাকে প্রথমে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। এরপর ৫ সদস্যের তদন্ত কমিটি তাকে এক বছরের জন্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়।’

চলতি বছরের এপ্রিলে বাংলাদেশ গেমসে আবারও দ্রুততম মানব হয়েছিলেন ইসমাইল। এছাড়া টানা চারবার দ্রুততম মানব হওয়ার পর ইরানের একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তিনি। তবে টোকিও অলিম্পিকের চূড়ান্ত বাছাইয়ে তাকে দেশেই রাখা হয়।

এদিকে, নিষিদ্ধ হলেও শাস্তির বিরুদ্ধে আপিল করতে পারবেন মোহাম্মদ ইসমাইল।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

অলিম্পিকে স্বর্ণ জিতে এখন খ্যাতির বিড়ম্বনায় ‘সোনার ছেলে’

অলিম্পিকে স্বর্ণ জিতে এখন খ্যাতির বিড়ম্বনায় ‘সোনার ছেলে’

দেশ ছাড়লেন আফগানিস্তানের পতাকাবাহক নারী অলিম্পিয়ান

দেশ ছাড়লেন আফগানিস্তানের পতাকাবাহক নারী অলিম্পিয়ান

পারলেন না জহিরও, বাদ পড়লেন হিটেই

পারলেন না জহিরও, বাদ পড়লেন হিটেই

ক্রিকেট বিশ্বকাপের পর অলিম্পিক মাতাচ্ছেন আইরিশ নারী ক্রিকেটার এলেনা

ক্রিকেট বিশ্বকাপের পর অলিম্পিক মাতাচ্ছেন আইরিশ নারী ক্রিকেটার এলেনা