জালাল আহমেদ চৌধুরীর স্মৃতি সংরক্ষণে গুরুত্বারোপ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০১ এএম, ০৫ অক্টোবর ২০২১
জালাল আহমেদ চৌধুরীর স্মৃতি সংরক্ষণে গুরুত্বারোপ

সদ্য প্রয়াত বাংলাদেশ ক্রিকেটের বরপুত্র সাবেক ক্রিকেট কোচ, সফল ক্রীড়া সংগঠক, সাংবাদিক ও ক্রীড়া লেখক জালাল আহমেদ চৌধুরী স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভায় তার কর্মজীবনের স্মৃতি সংরক্ষণের গুরুত্বারোপ করেন বক্তরা।

সোমবার (৪ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম মিলনায়তনে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি, সাবেক এমপি ডা. মোস্তফা জালাল মহিউদ্দন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কৃষি বিভাগীয় প্রাতিষ্ঠানিক ইউনিট কমান্ডার মো. নজরুল ইসলামের সভাপতিত্বে মিলাত ও দোয়া মাহফিলে মরহুম জালাল আহমেদ চৌধুরীর ছোট ভাই আবু ওবায়দা চৌধুরী, আইসিসির সাবেক আম্পায়ার আখতারউদ্দিন শাহীন উপস্থিত ছিলেন।

সভায় বক্তরা সদ্য প্রয়াত জালাল চৌধুরীকে বাংলাদেশ ক্রিকেটের শুদ্ধ ব্যক্তিত্ব হিসাবে আখ্যায়িত করে তার স্মৃতি সংরক্ষণের উপর গুরুত্বারোপ করেন।

ফুসফুসের সংক্রমণ ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ২১ সেপ্টেম্বর (মঙ্গলবার) বেলা ১১টা ২৫ মিনিটে জালাল আহমেদ চৌধুরী নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

জালাল আহমেদ চৌধুরী বাংলাদেশের একজন স্বনামধন্য ক্রিকেট কোচ ছিলেন। সত্তর ও আশির দশকে তিনি ক্রিকেটও খেলেছেন। দেশের অনেক শীর্ষ ক্রিকেটারই তার হাতে তৈরি। এছাড়া বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগেও তিনি দায়িত্ব পালন করেছেন।

খেলোয়াড়ী জীবন শেষে ব্রত হয়েছিলেন ক্রীড়া সাংবাদিকতায়। দেশের অন্যতম সেরা ক্রিকেট-লেখক তিনি। জালাল আহমেদ চৌধুরী প্রথম আলোর ক্রীড়া পুরস্কারের জুরি বোর্ডের প্রধান হিসিবেও দায়িত্ব পালন করেছেন।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

দ্বিতীয় বাংলাদেশি টেস্ট ক্রিকেটার হিসেবে আম্পায়ারিংয়ে সাজেদুল

দ্বিতীয় বাংলাদেশি টেস্ট ক্রিকেটার হিসেবে আম্পায়ারিংয়ে সাজেদুল

বিশ্বকাপে ‘ডার্ক হর্স’ বাংলাদেশ

বিশ্বকাপে ‘ডার্ক হর্স’ বাংলাদেশ

ঘরোয়া লিগে পরিকল্পনায় থাকা ক্রিকেটাদেরকেই দেখা হয় : রাজ্জাক

ঘরোয়া লিগে পরিকল্পনায় থাকা ক্রিকেটাদেরকেই দেখা হয় : রাজ্জাক

বিশ্বকাপের আগে তাসকিনের ‘বোলিং গুরু’ মাশরাফি

বিশ্বকাপের আগে তাসকিনের ‘বোলিং গুরু’ মাশরাফি