বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন থেকে সরে দাঁড়াতে কমিশনের আছে আবেদন করেছেন ঢাকা বিভাগের প্রার্থী খালিদ হোসেন। নির্বাচন থেকে নিজের নাম প্রত্যাহার করতে চেয়ে রোববার (৩ অক্টোবর) কমিশনের কাছে চিঠি দিয়েছেন তিনি। খালিদ হোসেন ক্যাটাগরি-১ থেকে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।
বিসিবির নির্বাচনে পরিচালক পদে ৩২ জন মনোনয়নপত্র ক্রয় এবং জমা দিলেও প্রত্যাহারের শেষ দিন ক্লাব ক্যাটাগরির শওকত আজিজ রাসেল নিজের নাম সরিয়ে নেন। ফলে আইন মতে, ২৩ পদে বিসিবির নির্বাচনে বৈধ প্রার্থী ৩১ জন।
কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী নাম প্রত্যাহারের সুযোগ না থাকলেও সে সময় কোন কথা বলেননি খালিদ হোসেন। সময় শেষে রোববার (৩ অক্টোবর) ব্যক্তিগত কারণ দেখিয়ে নির্বাচন থেকে নাম প্রত্যাহারের আবেদন করেন তিনি।
তবে খালিদ হোসেনের নাম প্রত্যাহারের বিষয়ে নির্বাচন কমিশন জানিয়েছে, আইন অনুযায়ী আনুষ্ঠানিকভাবে নাম প্রত্যাহারের কোনো সুযোগ নেই। যদি তিনি সরে যান সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তবে নির্বাচন প্রক্রিয়ায় তাকে প্রার্থী হিসেবে গণ্য করা হবে।
নির্বাচন কমিশনার মোহাম্মদ ইকরামুক হক সংবাদ মাধ্যমে বলেন, ‘নিয়মানুসারে কোনো প্রার্থী নিজের নাম প্রত্যাহার করতে পারতো ৩০ সেপ্টেম্বর। তবে যেহেতু প্রত্যাহার করাটা উনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, সেহেতু উনি করতেই পারেন। তবে নির্বাচনের সব আয়োজন সম্পন্ন, সবকিছু যথারীতিই চলবে।
বিসিবির নির্বাচনে ক্যাটাগরি-১-এ ঢাকা বিভাগে দুইজন নির্বাচিত হবে। তবে এ পদের জন্য লড়াই করছেন চানজন। তারা হলেন- তানভীর আহমেদ টিটু (নারায়নগঞ্জ), এ এম নাইমুর রহমান দুর্জয় এমপি (মানিকগঞ্জ), সৈয়দ আশফাকুল ইসলাম টিটু (কিশোরগঞ্জ) ও মোহাম্মদ খালিদ হোসেন (মাদারীপুর)। তবে খালিদ হোসেন সরে যাওয়ায় এখন প্রতিদ্বন্দ্বিতায় ঠিক রইলেন তিনজন।
বুধবার (৬ অক্টোবর) বিসিবি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ২৩টি পদে মোট ৩১ জন (খালিদা বাদে) লড়াই করছেন।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]