মেসির বাসস্থানে ডাকাতি, নগদ অর্থ ও গয়না লুট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১৮ এএম, ০৩ অক্টোবর ২০২১
মেসির বাসস্থানে ডাকাতি, নগদ অর্থ ও গয়না লুট

প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) হয়ে প্রথম গোল পেয়েছেন লিওনেল মেসি। এরপরই শোনা গেল এক দুঃসংবাদ। মেসি যে হোটেলে অবস্থান করছেন সেখানে হানা দিয়েছে ডাকাত। তবে মেসি কিংবা তার পরিবারের কোনো ক্ষয়-ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

চলতি ২০২১-২২ মৌসুমের শুরুতেই বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমিয়েছেন লিওনেল মেসি। প্যারিসে পাড়ি জমালেও এখনও হোটেলই থাকছেন তিনি। অবশ্য কিছুদিন আগে তার বাড়ি নিশ্চিত করা হয়েছে। জীবন যাত্রার সাথে মানিয়ে নিতে এখনও নিজের বাড়িতে ওঠেননি তিনি।

প্যারিসের নামী হোটেল লে রয়্যাল ম্যানেকাউতে থাকছেন লিওনেল মেসি। সেখানেই আক্রমণ চালিয়েছে ডাকাতরা। তবে মেসির ঘরে ডাকাতি না হলেও আশেপাশের বেশ কয়েকটি ঘরে ডাকাতি করেছে ডাকাতরা।

প্যারিসের লে রয়্যাল ম্যানেকাউতে মেসিকে দিনপ্রতি ১৭ হাজার ইউরো গুনতে হচ্ছে। এমন হোটেলেই কিনা ডাকাতরা হামলা করেছে।

ফরাসি গণমাধ্যমের দাবি, ছাদের দেয়াল বেয়ে নিচে নেমেছিল দু’জন ডাকাত। দেয়াল বেয়েই হোটেলের খোলা বারান্দায় নামেন তারা। এরপরই হোটেলের কয়েকটি ঘরে ভাঙচুর চালায় তারা।

মেসির ঘরে আক্রমণ না করলেও পাশ্ববর্তী ঘর থেকে কয়েক হাজার পাউন্ড এবং সোনা গয়না চুরি করেছে। হোটেলের অতিথিদের এরকম মূলব্যান সম্পদ হারানোয় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, মেসি এ হোটেল থাকা শুরু করার পর থেকে হোটেলের নিরাপত্তা বাড়ানো হয়েছে। এরপরও এ ধরনের ঘটনা বেশ অপ্রত্যাশিত।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

প্রথম জয়ে ভারতের বিপক্ষে এগিয়ে থাকবে বাংলাদেশ

প্রথম জয়ে ভারতের বিপক্ষে এগিয়ে থাকবে বাংলাদেশ

এশিয়ান হকি চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক বাংলাদেশ

এশিয়ান হকি চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক বাংলাদেশ

হৃদরোগে হাসপাতালে ভর্তি ইনজামাম

হৃদরোগে হাসপাতালে ভর্তি ইনজামাম

পথ যখন কঠিন হয়ে যায়, তখন প্রতিটি পদক্ষেপ উদযাপন করুন : পেলে

পথ যখন কঠিন হয়ে যায়, তখন প্রতিটি পদক্ষেপ উদযাপন করুন : পেলে