বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে কেক কেটে উদযাপন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিাসবি)। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কেট কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করে বিসিবির পরিচালকরা।
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিসিবিতে কেক কেটে উদযাপন করেন বোর্ড সভাপতি নাজমুল হাসান। এ সময় বেশ কয়েকজন পরিচালকসহ টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, নুরুল হাসান সোহানও উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসহ বিশাল কেটে লেখা ছিল ‘শুভ জন্মদিন মাননীয় প্রধানমন্ত্রী। আপনার উত্তরোত্তর সফলতা, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায়-বাংলাদেশ ক্রিকেট বোর্ড।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে সর্বস্তরের মানুষ শুভেচ্ছা জানিয়েছেন। বাংলাদেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান আইপিএল খেলতে আরব আমিরাতে। তিনিও ফেসবুকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন।
জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সাকিব লিখেন, ‘আপনার এই বিশেষ দিনে পৃথিবীর সকল সুখ আপনার হোক। মাতৃভূমির প্রতি আপনার অকৃত্রিম ভালোবাসা এবং অকুতোভয় নেতৃত্ব আমাদের অনুপ্রেরণা যোগায়।’
সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও শুভেচ্ছা জানিয়েছেন। নড়াইল-২ আসনের সাংসদ লিখেন, ‘শুভ জন্মদিন। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা, আপনার সুদক্ষ নেতৃত্বে এগিয়ে চলুক প্রিয় বাংলাদেশ। আপনার দীর্ঘায়ু কামনা করি .......।’
টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘শুভ জন্মদিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাক আরও বহুদূর। আপনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।’
১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ হাসিনা। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি তিনি।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]