অপারেশন থিয়েটারে জুডোকা প্রিয়াঙ্কার রহস্যজনক মৃত্যু

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩৬ এএম, ২৬ সেপ্টেম্বর ২০২১
অপারেশন থিয়েটারে জুডোকা প্রিয়াঙ্কার রহস্যজনক মৃত্যু

২০১৯ আসরের এসএ গেমসে বাংলাদেশ দলের প্রতিনিধিত্বকারী এবং চলতি বছর বাংলাদেশ গেমসে স্বর্ণপদক জয়ী জুডোকা প্রিয়াঙ্কার রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে মৃত্যুবরণ করেন ১৯ বছর বষসী দেশের এই তারকা নারী জডো খেলোয়াড়।

জানা গেছে, হাতের এক আঙুলের নার্ভের সমস্যাজনিত অপারেশনের জন্য বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি হন প্রিয়াঙ্কা। সেখানে শুক্রবার তার হাতের অস্ত্রোপচার করা হয়। তবে আঙুলের অস্ত্রোপচারে ভুল চিকিৎসায় অপারেশন থিয়েটারেই তার মৃত্যু হয়।

প্রিয়াঙ্কার মৃত্যুর বিষয়টি তার স্বামী শরীফুল ইসলাম সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘একজন ভালো মানুষ, সাধারণ একটা হাতের (আঙুল) অপারেশনের জন্য গ্রিন লাইফ হাসপাতালে গিয়েছিল প্রিয়াঙ্কা। তবে সব শেষ হয়ে গেলে।’

তিনি আরও বলেন, ‘শুক্রবার দুপুরে কর্তব্যরত চিকিৎসক তাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেলে বিকেলে জানায়, তার (প্রিয়াঙ্কা) অবস্থা ভালো না। এরপর সেখান থেকে তাকে লাশ হিসেবে বের করা হয়। হাসপাতাল থেকে জানানো হয়, অপারেশনের আগে ঘুমের ইনজেকশন দিলে সে স্ট্রোক করেছে।’

এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে বলা হচ্ছে, ‘অপারেশনের শেষের দিকে রোগীর (প্রিয়াঙ্কা) কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল। তারপর হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়। ভুল চিকিৎসা বা কর্তব্য অবহেলার কোনো বিষয় ছিল না।’

প্রিয়াঙ্কার বাড়ি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা গ্রামে। দরিদ্র কৃষক পরিবারের বাবা-মায়ের পাঁচ বোনের মধ্যে প্রিয়াঙ্কা তিন নম্বর। সেই ছিল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।

২০১২ থেকে ২০১৯ সাল পর্যন্ত বিকেএসপিতে পড়া অবস্থায় জুডোতে শীর্ষস্থান ধরে রেখেছিল প্রিয়াঙ্কা। সর্বশেষ জুডো দলের খেলোয়াড় হিসেবে বাংলাদেশ আনসার বিভাগে যুক্ত ছিলেন।

এছাড়া ২০১৯ এসএ গেমসে বাংলাদেশ জুডো দলের প্রতিনিধিত্ব করেছেন তিনি। আর চলতি বছর বাংলাদেশ গেমসে জিতেছেন স্বর্ণপদক। প্রিয়াঙ্কার এমন আকস্মিক মৃত্যুতে ক্রীড়াঙ্গনে নেমেছে শোকের ছায়া।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

বন্দুক হাতে চ্যাম্পিয়ন সাংবাদিক মাসুম ও পান্না

বন্দুক হাতে চ্যাম্পিয়ন সাংবাদিক মাসুম ও পান্না

দেশের ক্রীড়াঙ্গনে আরও একটি মৃত্যু সংবাদ

দেশের ক্রীড়াঙ্গনে আরও একটি মৃত্যু সংবাদ

সাবেক ক্রিকেটার রবিউলের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী

সাবেক ক্রিকেটার রবিউলের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী

পদ্মার পাড়ে শেখ হাসিনার নামে আন্তর্জাতিক স্টেডিয়াম

পদ্মার পাড়ে শেখ হাসিনার নামে আন্তর্জাতিক স্টেডিয়াম