বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে শুরুটা ভালো হলো না রোমান সানার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:১১ এএম, ২৩ সেপ্টেম্বর ২০২১
বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে শুরুটা ভালো হলো না রোমান সানার

দুই বছর আগে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে আলো ছড়িয়েছিলেন রোমান সানা। তবে এবারের বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে ভালো শুরু করতে পারেননি। কোয়ালিফিকেশন রাউন্ডে আগের বারের স্কোরের ধারের কাছেও যেতে পারেননি রোমান।

যুক্তরাষ্ট্রের বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে বাছাই পর্বে ৬৩৬ স্কোর গড়ে ১০২ প্রতিযোগীর মধ্যে ৪৬ তম হন রোমান সানা। প্রথম হয়েছেন দক্ষিণ কোরিয়ান আর্চার কিম উ জিন। তিনি করেছেন ৬৭৭ স্কোর।

এ ইভেন্টে বাংলাদেশের হয়ে আরও অংশ নিয়েছিলেন দুই আর্চার রামকৃষ্ণ সাহা এবং হাকিম আহমেদ রুবেল। ৬৪২ স্কোর করে রামকৃষ্ণ সাহা ২৭তম স্থানে আছেন। এছাড়াও হাকিম আহমেদ ৬৩৩ স্কোর করে ৫০তম স্থানে আছেন।

সর্বশেষ ২০১৯ সালে নেদারল্যান্ডসের সের্টোখোবসে হওয়া বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৬৭৬ স্কোর গড়েছিলেন রোমান সানা। ওই আসরে ইতালির মাউরো নেসপলিকে ৭-১ সেটে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছিলেন তিনি। শুধু ব্রোঞ্জ নয়, দ্বিতীয় বাংলাদেশি হিসেবে সরাসরি অলিম্পিকে অংশ নেওয়ার সুযোগও পান তিনি।

ওয়ার্ল্ড আর্চারি ফেডারেশনের স্বীকৃত আসরে রোমান সানার সর্বোচ্চ স্কোর ৬৮১। ২০১৯ সালে থাইল্যান্ডের ব্যাংককে এশিয়ান কাপে এ স্কোর গড়েছিলেন তিনি। এছাড়াও দক্ষিণ এশিয়ার অলিম্পিক খ্যাত এসএ গেমসের স্বর্ণজয়ের পথে ৬৮৬ স্কোর গড়েন। এটিই তার ক্যারিয়ার সেরা স্কোর।

রোমান সানারা মাঠে নামতে পারলেও, নামতে পারেননি দিয়া সিদ্দিকী। করোনাভাইরাসে আক্রান্ত হওয়া দিয়া সিদ্দিকী এবারের বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেলতে পারছেন না। চলতি বছরের মে মাসে আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ-২ এ রিকার্ভ দ্বৈতে রুপা জিতেছিলেন দিয়া।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেলতে গিয়ে করোনায় আক্রান্ত দিয়া

বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেলতে গিয়ে করোনায় আক্রান্ত দিয়া

প্রথমবারেই অলিম্পিকে দিয়ার ব্যক্তিগত রেকর্ড

প্রথমবারেই অলিম্পিকে দিয়ার ব্যক্তিগত রেকর্ড

দারুণ লড়েও টাইব্রেকারের হার দিয়ার

দারুণ লড়েও টাইব্রেকারের হার দিয়ার

ছেলেদের খেলার অনুমতি দিলেও মেয়েদের ব্যাপারে চুপ তালেবান

ছেলেদের খেলার অনুমতি দিলেও মেয়েদের ব্যাপারে চুপ তালেবান