ছাত্রলীগের প্রীতি ম্যাচে মাশরাফি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩১ পিএম, ০১ এপ্রিল ২০১৮
ছাত্রলীগের প্রীতি ম্যাচে মাশরাফি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবস উপলক্ষে প্রীতি ম্যাচের আয়োজন করেছিল বাংলাদেশ ছাত্রলীগ। ওই ম্যাচে অতিথি হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেটের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

ছাত্রলীগের ওই প্রীতি ক্রিকেট ম্যাচে মাশরাফি ছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও সাবেক জাতীয় ফুটবলার আরিফ খান জয়।

ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে সাধারণ সম্পাদক জাকির হোসাইনের নেতৃত্বাধীন শেখ জামাল একাদশ ২০ ওভারে ২১৪ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগের শেখ কামাল একাদশ ৩ উইকেটে ১৯৪ রান তুলতে সক্ষম হয়। ফলে ২০ রানের জয় পায় শেখ জামাল একাদশ।

ম্যাচের প্রথম ইনিংস শেষে মাঠে যান মাশরাফি। শিক্ষার্থী ও খেলোয়াড়দের উদ্দেশ্যে মাশরাফি বলেন, ‘আমরা যখন কোন ম্যাচে জয় পাই, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনন্দ-মিছিল হয়। এ আনন্দ-উল্লাস আমরা টিভিতে দেখি। আমাদের ভালো লাগে। আজকের এ প্রীতি ম্যাচের কথা সোহাগ ভাই ও জাকির ভাই বেশ কিছুদিন ধরে বলছিলেন। অবশেষে এটা হলো। আর এখানে আসতে পেরে ভালো লাগছে।’


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

অ্যাথলেটদের রুমে সিরিঞ্জের সুঁই, তদন্তের কাঠগড়ায় ভারত

অ্যাথলেটদের রুমে সিরিঞ্জের সুঁই, তদন্তের কাঠগড়ায় ভারত

ইনস্টাগ্রাম সেলিব্রিটি কিংবদন্তি ফুটবলারের মেয়ে

ইনস্টাগ্রাম সেলিব্রিটি কিংবদন্তি ফুটবলারের মেয়ে

অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ দল

অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ দল

হঠাৎ বঙ্গভবনে কেন সাকিব?

হঠাৎ বঙ্গভবনে কেন সাকিব?