আফগানিস্তানে প্রচলিত সব খেলাতেই অংশ নিতে পারবে পুরুষরা, তবে নারীদের ব্যাপারে কোনো সিদ্ধান্তই জানায়নি তালেবান শাসকগোষ্ঠী। বরঞ্চ এ বিষয়ে নীরবতা পালন করছেন তারা।
সাঁতার, ফুটবল, অশ্বারোহন, ক্রিকেট থেকে সব খেলাতেই থাকতে পারবে পুরুষদের অংশগ্রহণ। তবে নারীরা অংশ নিতে পারবেন কিনা তা এখনও নিশ্চিত করেনি তালেবান। তালেবান সরকারের ডিরেক্টর জেনারেল অব স্পোর্টস বশির আহমেদ রুস্তমজাই এ ব্যাপারে পালন করেছেন নীরবতা।
তিনি আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপিকে বলেছেন, ‘মেয়েদের খেলার ব্যাপারের আমাকে দয়া করে কোনো প্রশ্ন করবেন না।’ রুস্তমজাই নিজেই আফগানিস্তানের কুংফু এবং কুস্তি চ্যাম্পিয়ন ছিলেন।
শরিয়া আইনের বিরোধী না হলে কোনো খেলাকেই তালেবানরা নিষিদ্ধ করবে না বলে জানিয়েছেন তালেবানদের ডিরেক্টর অফ স্পোর্টস।
তিনি বলেন, ‘ছেলেদের খেলার ক্ষেত্রে কোনো বাধা নেই। তারা যে কোনো খেলাতেই অংশ নিতে পারে। আমরা কোনো খেলাকেই নিষিদ্ধ ঘোষণা করব না। যদি না সেটা শরিয়া আইনের বিরোধী হয়। আমরা চারশ ধরনের খেলাধুলো অনুমোদন করি।’
সব খেলা অনুমোদন করলেও পোষাকের ব্যাপারের সতর্ক হতে বলেছেন তিনি। রুস্তমজাই জানান, ফুটবলার এবং থাই বক্সারদের বড় ঝুলের শর্টস পড়তে হবে।
কিছুদিন আগে তালেবান শাসকগোষ্ঠীর সাংস্কৃতিক কমিশনের উপ প্রধান আহমদউল্লাহ ওয়াসিক বলেন, ‘মেয়েদের জন্য খেলা জরুরি না। ক্রিকেট খেলতে হলে তাদের মুখ ও শরীর ঢেকে রাখা সম্ভব না।’
মেয়েদের ক্রিকেট খেলা নিয়ে তালেবানদের উপর চাপ বাড়ছে। কারণ আন্তর্জাতিক ক্রিকেটে নারীদের ক্রিকেট দল রাখা বাধ্যতামূলক। তা না হলে বাতিল হতে পারে আফগানিস্তানের টেস্ট স্ট্যাটাস। যদিও আফগান ক্রিকেট বোর্ডের সভাপতি এখনও মেয়েদের ক্রিকেট খেলার ব্যাপারে আশাবাদী।
তালেবান সরকারের স্পোর্টস ডিরেক্টর রুস্তমজাই জানিয়েছেন, তালেবানদের শীর্ষ নেতাদের সিদ্ধান্তই শেষ কথা। তাদের অনুমতির অপেক্ষায় আছেন তিনি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]