আয়েশা মুখার্জির সাথে বিবাহ বিচ্ছেদ হলো শিখর ধাওয়ানের। সম্প্রতি আয়েশা মুখার্জি তার ব্যক্তিগত ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে তাদের বিবাহ বিচ্ছেদের কথা জানান। নয় বছর একসাথে থাকার পর তাদের ঘর ভাঙলো।
২০১২ সালে মেলবোর্ণে মহা আড়ম্বরে আয়েশা-ধাওয়ানের বিয়ে হয়। দুইজনের নয় বছরের সংসারে এক পুত্র সন্তানও আছে।
নিজেদের বিবাহ বিচ্ছেদ নিয়ে আবেগঘন একটি পোস্ট দেন আয়েশা। সেখানে তিনি বলেন, ‘আমার একসময় মনে হতো বিচ্ছেদ একটা খুব খারাপ একটা শব্দ। তবে দ্বিতীয় বারের মতো বিয়ে ভেঙে যাওয়ার পর আর তা মনে হচ্ছে না। প্রথম বার যখন বিয়ে ভেঙেছিল, যখন আমি বেশ ভয় পেয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিলো আমি বোধ হয় কিছু ভুল করে ফেলেছি। নিজেকে স্বার্থপর মনে হচ্ছিলো। মনে হয়েছিল বাবা-মায়ের সম্মান নষ্ট করছি। বিচ্ছেদ এতটাই খারাপ শব্দ বলে মনে হত তখন।’
তিনি আরও বলেন, ‘দ্বিতীয় বার এই ভয় আরও বেড়ে গিয়েছিল। মনে হচ্ছিল, দ্বিতীয়বারও আমি পারলাম না। ভয়, ব্যর্থতা, হতাশা... এসব একশ’ গুণ বেড়ে গিয়েছিল। বিয়ে, সম্পর্ক আমার কাছে এসবের মানে কী?’
আয়েশা ধাওয়ান নামে যে অ্যাকাউন্ট ছিল সেটা ইনস্টাগ্রাম থেকে সরিয়ে ফেলেছেন তিনি। অন্য এক অ্যাকাউন্ট থেকে তিনি এ তথ্য জানিয়েছেন। সেখানে শিখর ধাওয়ানের কোনো উপস্থিতি নেই।
বিবাহ বিচ্ছেদের পোস্টে তিনি জানিয়েছে, এ সম্পর্ক বিচ্ছেদ তাকে আরও ক্ষমতাবান হওয়ার অনুভূতি দিবে। তিনি বলেন, ‘যাই হোক, এখন প্রয়োজনীয় কাজগুলো করা ও আবেগ সামলানোর পর নিজেকে নিয়ে ভেবেছিলাম। মনে হচ্ছে আমি ঠিকই ছিলাম, বরং আমি বেশ ভালোই করছিলাম। যে ভয়টা পাচ্ছিলাম, সেটা উবে গেছে। তবে সবচেয়ে ভালো যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে, এখন নিজেকে আরও বেশি ক্ষমতাবান মনে হচ্ছে। আমার এখন মনে হচ্ছে, আমার যতো ভয়, আর সম্পর্কচ্ছেদের যতো অর্থ দাঁড় করিয়েছিলাম, তা আমার নিজের মনগড়া ছিল। এটা বুঝে যাওয়ার পর এখন আমি নতুন করে এর অর্থ বুঝছি, নিজের মতো করে সম্পর্কচ্ছেদ বিষয়টাকে দেখছি।’
শিখর ধাওয়ান এবং আয়েশা মুখার্জির মধ্যে হরভজন সিংয়ের মাধ্যমে পরিচয় ঘটে। এরপর প্রণয় এবং পরিণয় হয়েছিল। তবে সেখানে শিখরের পরিবারের সম্মতি ছিল না। বেশ কাঠখর পুড়িয়ে পরিবারের সম্মতি মিললেও ৯ বছরের বেশি স্থায়ী হলো না এ সম্পর্ক। বিবাহ বিচ্ছেদ সম্পর্কে আয়েশা তথ্য জানালেও শিখর ধাওয়ান এখনও কোনো মন্তব্য করেননি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলতে সংযুক্ত আরব আমিরাতে আছেন এ ভারতীয় ওপেনার।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]