১০০ মিটারে চ্যাম্পিয়ন জোতির্ময়, মিনি ম্যারাথনে মাসুম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২৫ এএম, ০৭ সেপ্টেম্বর ২০২১
১০০ মিটারে চ্যাম্পিয়ন জোতির্ময়, মিনি ম্যারাথনে মাসুম

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ইনডোর গেমসে অনুষ্ঠিত হয়েছে দৌড় ডিসিপ্লিন। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ১০০ মিটার স্প্রিন্ট এবং ম্যারাথন দৌড় (৪০০ মিটার) অনুষ্ঠিত হয়। ১০০ মিটার স্প্রিন্টে দৈনিক যুগান্তরের জোর্তিময় মন্ডন এবং ম্যারাথনে চ্যানেল আইয়ের তরিকুল ইসলাম মাসুম চ্যাম্পিয়ন হন।

সোমবার (৬ আগস্ট) ওয়ালটন-ডিআরইউ ক্রীড়া উৎসবে দৌড় ডিসিপ্লিন অনুষ্ঠিত হয়। প্রথমে ম্যারাথন অনুষ্ঠিত হয়। সেখানে প্রথম হন চ্যানেল আইয়ের তরিকুল ইসলাম মাসুম, দৈনিক জনকণ্ঠের রুমেল খান দ্বিতীয় এবং দৈনিক যুগান্তরের জোর্তিময় মন্ডল তৃতীয় হন।

ম্যারাথনের পর কিছুটা বিশ্রাম দিয়ে ১০০ মিটার স্প্রিন্ট অনুষ্ঠিত হয়। ম্যারাথনে তৃতীয় হওয়া জোর্তিময় মন্ডল ১০০ মিটার স্প্রিন্টে প্রথম হন। ম্যারাথনে প্রথম হওয়া মাসুম ১০০ মিটার স্প্রিন্টে তৃতীয় হন। নয়া শতাব্দীর মাহমুদুন্নবী চঞ্চল দ্বিতীয় হন।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে মাকসুদা লিসা এ ইভেন্টে সার্বিক তত্ত্বাবধায়ন করেন। এছাড়াও ডিআরিউ নির্বাহী কমিটি এবং ক্রীড়া উপ-কমিটির অনেকে এখানে উপস্থিত ছিলেন।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বিকেএসপিতে বঙ্গবন্ধু কর্নার ও ল্যাঙ্গুয়েজ ল্যাব উদ্বোধন

বিকেএসপিতে বঙ্গবন্ধু কর্নার ও ল্যাঙ্গুয়েজ ল্যাব উদ্বোধন

তালেবানের ‘ভয়ে’ আফগানিস্তান ছাড়তে চায় ‘প্লাস্টিক মেসি’

তালেবানের ‘ভয়ে’ আফগানিস্তান ছাড়তে চায় ‘প্লাস্টিক মেসি’

এবার গ্রেফতার ‌‘জারভো ৬৯’

এবার গ্রেফতার ‌‘জারভো ৬৯’

সাবেক ইংলিশ অধিনায়ক ডেক্সটারের মৃত্যু, আইসিসির শোক

সাবেক ইংলিশ অধিনায়ক ডেক্সটারের মৃত্যু, আইসিসির শোক