সাবেক ইংলিশ অধিনায়ক ডেক্সটারের মৃত্যু, আইসিসির শোক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২০ এএম, ২৭ আগস্ট ২০২১
সাবেক ইংলিশ অধিনায়ক ডেক্সটারের মৃত্যু, আইসিসির শোক

সাবেক ইংলিশ অধিনায়ক টেড ডেক্সটার মারা গেছেন। ৮৬ বছর বয়সে বৃহস্পতিবার (২৬ আগস্ট) মৃত্যুবরণ করেন তিনি। ইংল্যান্ডের এই কিংবদন্তি ক্রিকেটার সম্প্রতি অসুস্থ হয়ে পড়েছিলেন। টেড ডেক্সটারের মৃত্যুতে শোক প্রকাশ করেছে আইসিসি।

১৯৩৫ সালের ১৫ মে জন্মগ্রহণ করার টেড ডেক্সটার টেস্ট ক্রিকেটারদের র‌্যাঙ্কিং পদ্ধতি চালু করেছিলেন। যা পরে আইসিসি গ্রহণ করে নেয়। টেড ডেক্সটার যে শুধু ক্রিকেটারই ছিলেন তা নয়, গলফে হাত পাকিয়েছেন তিনি। এছাড়া প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সাধারণ নির্বাচনেও।

মিডল অর্ডারের সাবেক এ ব্যাটসম্যান ও মিডিয়াম পেসার ৬২টি টেস্ট ম্যাচ খেলেছেন। যার মধ্যে দলকে ৩০টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। ব্যাট হাতে ৪ হাজার ৫০২ রান করার পাশাপাশি বল হাতে উইকেট শিকার করেছেন ৬৬টি।

এছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটে ১২ বছরে ২১ হাজার রানের পাশাপাশি বল হাতে ৪১৯টি উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে সাবেক এই ইংলিশ ক্রিকেটারের।

ইংল্যান্ডের কিংবদন্তি এই ক্রিকেটার মৃত্যুতে শোক প্রকাশ করেছে আইসিসি। এক বিবৃতিতে আইসিসি জানায়, আইসিসির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী জিওফ অ্যালারডিস তার (টেড ডেক্সটার) যুগের একজন সেরা ব্যাটার হিসাবে স্মরণ করেছেন। যিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও খেলা চালিয়ে গেছেন।

জিওফ অ্যালারডিস বলেন,‌ ‘টেড ডেক্সটার ছিলেন তার যুগের অন্যতম দক্ষ ব্যাটসম্যান। ফাস্ট বোলিংয়ে তার আধিপত্য বিস্তারের ক্ষমতা প্রশংসনীয় এবং ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়া দলের বিপক্ষে তার দুর্দান্ত ব্যাটিং সকলের মনে আছে। তিনি অবসর গ্রহণের পরও বিভিন্ন খেলায় উল্লেখযোগ্য অবদান রেখেছেন এবং খেলোয়াড়দের র‌্যাংকিং বিকাশে সহায়তা করেছিলেন, যা আজও জনপ্রিয়।’

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

৭৮ রানে অলআউট, লজ্জার রেকর্ড গড়লো ভারত

৭৮ রানে অলআউট, লজ্জার রেকর্ড গড়লো ভারত

লর্ডসে জয় পাওয়া বিশেষ কিছু : রবি শাস্ত্রী

লর্ডসে জয় পাওয়া বিশেষ কিছু : রবি শাস্ত্রী

স্থগিতই হলো ইংলিশদের ঢাকা সফর, দুই বছর পর নতুন সূচি

স্থগিতই হলো ইংলিশদের ঢাকা সফর, দুই বছর পর নতুন সূচি

ধুলোতে খেলিয়েছিল ভারত, ঘাসের পিচে সমস্যা দেখেন না অ্যান্ডারসন

ধুলোতে খেলিয়েছিল ভারত, ঘাসের পিচে সমস্যা দেখেন না অ্যান্ডারসন