শেয়ার বাজার, বিদ্যুৎ কেন্দ্র, রেস্টুরেন্টসহ কাঁকড়া ও কুঁচের ব্যবসার পর সাকিব আল হাসান এবার নাম লেখালেন স্বর্ণের ব্যবসায়। পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে নিজের নতুন এ ব্যবসার তথ্য জানিয়েছেন সাকিব। বাংলাদেশে ব্যাংকিং বিনিয়োগে সুদের হার নিম্নগামী হওয়ায় সাকিব নতুন এ ব্যবসায় নেমেছেন।
স্বর্ণ ব্যবসা সম্পর্কে বিশ্বসেরা টাইগার অলরাউন্ডার জানিয়েছেন, ‘স্বর্ণ আমদানি হালাল। স্বর্ণে বিনিয়োগও হালাল। দেশের ব্যাংকিং বিনিয়োগে সুদের হার ক্রমশ নিম্নগামী, তাই হালাল ও নিরাপদ বিকল্প হিসেবে স্বর্ণে বিনিয়োগ করে নিশ্চিন্তে থাকুন।’
সাকিব আল হাসানের স্বর্ণ ব্যবসার প্রতিষ্ঠানের নাম ‘বুরাক কমোডিটিজ এক্সচেঞ্জ কোং’। দেশবাসীকে নিজের প্রতিষ্ঠান থেকে খাঁটি স্বর্ণ ক্রয় করার আহ্বানও জানিয়েছেন সাকিব।
তিনি বলেন, ‘সরকারি অনুমোদনক্রমে আমি সাকিব আল হাসান দেশে বৈধভাবে স্বর্ণবার এবং স্বর্ণালঙ্কার আমদানি এবং বিক্রয়ের জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত ডিলার হিসেবে ‘বুরাক কমোডিটিজ এক্সচেঞ্জ কোং’ নামে একটি প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করেছি।’
বর্তমানে দেশের দুটি ঠিকানায় পাওয়া যাচ্ছে সাকিবের প্রতিষ্ঠানের স্বর্ণ। বিজ্ঞাপনে ঢাকা ও রংপুর অফিসের ঠিকানা দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর যেকোন প্রান্ত থেকে বৈধভাবে স্বর্ণ আমদানি করা যাবে বলেও জানানো হয়।
বলা হয়, ‘ব্যক্তিগত বা ব্যবসায়িক প্রয়োজনে আমার প্রতিষ্ঠানের মাধ্যমে মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর যেকোন প্রান্ত থেকে দেশে বৈধভাবে, সঠিকভাবে ওজনের খাঁটি স্বর্ণ আমদানি করতে পারেন, অথবা আমদানিকৃত স্বর্ণ ক্রয় করতে পারেন।’
ক্রিকেট বিশ্বে বাংলাদেশের বড় বিজ্ঞাপন সাকিব আল হাসান এর আগেও বিভিন্ন ব্যবসায় নাম লিখিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো- রেস্টুরেন্ট, শেয়ার বাজার, বিদ্যুৎ কেন্দ্র, প্রসাধনী, ট্রাভেল এজেন্সি, হোটেল, ইভেন্ট ম্যানেজমেন্ট, কাঁকড়া ও কুঁচের খামার। এবার নাম লেখালেন স্বর্ণ ব্যবসায়ী হিসেবে।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]