দেশে প্রথমবারের মতো শুরু হয়েছে অলিম্পিক সলিডারিটি জুডো কোচেস কোর্স। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ব্যবস্থাপনায় এবং আন্তর্জাতিক অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহযোগিতায় বাংলাদেশের জুডো কোচদের মানোন্নয়নে বুধবার ৬ দিনব্যাপী লেভেল ওয়ান কোচেস কোর্স কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে সারাদেশের ৫ জন মহিলা সহ ৩৫ জন জুডো কোচ অংশ নিচ্ছে।
কোর্সটি পরিচালনা করছেন রিও অলিম্পিকে ২টি ক্যাটাগরিতে রৌপ্য জয়ী আজারবাইজানের জাতীয় জুডো দলের কোচ আজার সিকালিয়েভ। লেভেল-থ্রি কোচেস সার্টিফিকেটধারী এই হাই-প্রোফাইল কোচের তত্ত্বাবধানে প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) জিমনেসিয়ামে কোর্সটি চলবে।
বুধবার বিওএ ভবনের ডাচ-বাংলা মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে কোর্সটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। বিওএ’র উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু ও আসাদুজ্জামান কোহিনুর এবং বাংলাদেশ জুডো ফেডারেশনের সাধারণ সম্পাদক এ কে এম সেলিম এ সময় উপস্থিত ছিলেন।