ডিরেক্ট-টু-হোম (ডিটিএইচ) সেবা প্রদানকারী আকাশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন টি-টোয়েন্টির অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ এবং অভিজ্ঞা ক্রিকেটার মুশফিকুর রহিম। এর ফলে আগামী এক বছর আকাশের বিভিন্ন প্রচারণা কার্যক্রমে তারা অংশগ্রহণ করবেন।
প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার পর দু’জনই স্যোশাল মিডিয়ার নিজেদের ছবি প্রকাশ করে তথ্যটি জানিয়ে দিয়েছেন। একই সঙ্গে ঝকঝকে টিভি দেখায় আকাশের নতুন দুনিয়ায় আহ্বান জানিয়েছেন।
এ প্রসঙ্গে মাহমুদউল্লাহ রিয়াদ সংবাদ মাধ্যমে জানিয়েছেন, ধারাবাহিকভাবে ভালো খেলা বা নিজের সেরা ফর্মে থাকা একজন খেলোয়াড়ের জন্য গুরুত্বপূর্ণ। একইভাবে টিভি দর্শকদের জন্য সমান উচ্চমানের টিভি দেখার ভালো অভিজ্ঞতা খুবই দরকার। আকাশ গ্রাহকরা অভিজ্ঞতা পাচ্ছেন।
মুশফিকুর রহিমও এ বিষয়ে কথা বলেছেন। তিনি জানান, দেশে টেলিভিশন সংযোগ সেবাগুলোর মধ্যে গুণে এবং মানে আকাশ সেরা। ছবির মান ও শব্দ যত পরিচ্ছন্ন হয় খেলা দেখাও তত বেশি উপভোগ্য হয়। এ ক্ষেত্রে আকাশ অনন্য। প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে।
২০১৯ সালের মে মাস থেকে সেবা প্রদান করে আসছে বেক্সিমকো কমিউনিকেশন্সের নতুন সেবা আকাশ ডিটিএইচ। ঝকঝকে টিভি দেখানোর সুবিধায় আকাশ ডিটিএইচ ইতিমধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]