তালেবান থেকে দেশ রক্ষায় রশীদ-নবীর আকুতি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫২ এএম, ১৬ আগস্ট ২০২১
তালেবান থেকে দেশ রক্ষায় রশীদ-নবীর আকুতি

আফগানিস্তান থেকে দফায় দফায় নিজেদের সৈন্য প্রত্যাহার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এরপর থেকেই আফগানিস্তানের বিভিন্ন অংশে আবারও মাথাচাড়া দিয়ে এসেছে তালেবান। ইতিমধ্যেই আফগানিস্তানের দুই-তৃতীয়াংশ নিজেদের দখলে নিয়েছে তারা।

আফগানিস্তানে তালেবানের আগ্রাসনে ঘরছাড়া হচ্ছেন হাজার হাজার আফগান নাগরিক। বাস্তুহারা আফগান নাগরিকরা এখন সবাই ছুটছে রাজধানী কাবুলের পথে। একের পর এক শহর দখল করে দেশের অর্ধেকের বেশি অঞ্চল নিজেদের দখলে নিয়েছে তালেবান।

গুরুত্বপূর্ণ শহরের মধ্যে কাবুল ছাড়া বাকি সব শহরই নিজেদের করে নিয়েছেন তালেবানরা। কোনো ধরনের প্রতিরোধ গড়ে তুলতে পারেননি আফগান সৈন্যরা।

এবার তালেবানদের বিপক্ষে গর্জে উঠলেন আফগান ক্রিকেটার রশিদ খান এবং মোহাম্মদ নবী। রশিদ খান তার টুইটে বলেন, ‘বিশ্বের প্রিয় নেতারা। আফগানিস্তানে তুমুল অশান্তি বিরাজমান। প্রত্যেক দিন হাজার হাজার নিরীহ মানুষ, যাদের মধ্যে মহিলা ও শিশুরা মারা যাচ্ছে। ঘরবাড়ি, সম্পত্তি সব ধূলিসাৎ হয়ে যাচ্ছে। হাজার হাজার পরিবার ভিটেহীন। আমাদের আর অশান্তি দেবেন না। দয়াকরে আফগানদের হত্যা ও আফগানিস্তানকে ধ্বংস করা বন্ধ করুন।’

মোহাম্মদ নবী তার টুইটে বলেন, ‘একজন আফগান হিসেবে, আমার প্রিয় দেশ আজ কোথায় আছে তা দেখে আমার কষ্ট হচ্ছে। আফগানিস্তান এখন বিশৃঙ্খলার মধ্যে রয়েছে। সেখানে দুর্যোগ ও দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। বর্তমানে আফগানিস্তান জুড়ে চলছে মানবিক সংকট। পরিবারগুলি তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে এবং অজানা উদ্দেশ্য নিয়ে কাবুলে যাচ্ছে।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

সালমান শাহ’র স্ত্রী সামিরাকে বিয়ে করলেন সাবেক ক্রিকেটার ইশতিয়াক

সালমান শাহ’র স্ত্রী সামিরাকে বিয়ে করলেন সাবেক ক্রিকেটার ইশতিয়াক

সাকিবের ফেরাটাই ‌স্ত্রী-সন্তানদের জন্য উৎসব

সাকিবের ফেরাটাই ‌স্ত্রী-সন্তানদের জন্য উৎসব

বিশ্বকাপজয়ী সেই ভারতীয় ক্রিকেটার এখন দিনমজুর

বিশ্বকাপজয়ী সেই ভারতীয় ক্রিকেটার এখন দিনমজুর

শীর্ষে থেকে টোকিও অলিম্পিক শেষ করলো যুক্তরাষ্ট্র

শীর্ষে থেকে টোকিও অলিম্পিক শেষ করলো যুক্তরাষ্ট্র