ইনস্টাগ্রামে রহস্যজনক বার্তা দিয়ে মারা গিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক সাইক্লিস্ট অলিভিয়া পডমোরের। ২৪ বছর বয়সী এই সাইক্লিস্ট ২০১৬ সালে ব্রাজিলের রিও অলিম্পিকে অনুষ্ঠিত অলিম্পিকে অংশ নিয়েছিলেন। ইতিমধ্যেই তার মৃত্যুকে ঘিরে তদন্তে নেমেছে পুলিশ। সোমবার (৯ আগস্ট) বিকাল ৪টার দিকে মৃত্যুবরণ করেন তিনি।
মৃত্যুর ঘণ্টাখানেক আগে সদ্য শেষ হওয়া টোকিও অলিম্পিকে অংশগ্রহণের জন্য নির্বাচিত না হওয়ায় হতাশা ব্যক্ত করে পডমোর ইনস্টাগ্রামে একটা পোস্ট দেন।
তিনি তার সেই পোস্টে লিখেছিলেন, 'অনেক মানুষের কাছে খেলা অবশ্যই বড় কিছু। এটির জন্য লড়াই করতে হয়, কঠিন সংগ্রাম করতে হয়। কিন্তু এটি আনন্দদায়ক। আপনি যখন খেলায় জিতবেন সে অনুভূতিটা অন্যরকম। আর আপনি যখন হারবেন, কোয়ালিফাই হয়েও সুযোগ পাবেন না, চোটে পড়বেন, অনেক চেষ্টা করেও যখন সমাজের চাহিদা পূরণ করতে পারবেন না।'
উল্লেখ্য, রিও অলিম্পিকে পারফর্ম করতে গিয়ে পডমোর মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছিলেন। সেই আঘাত নতুন করে ফিরে এসে তার মৃত্যু ঘটাল কিনা- সেটাও খতিয়ে দেখা হচ্ছে। নিউজিল্যান্ডের সাইক্লিং কমিটি এক বিবৃতিতে অলিভিয়ার মৃত্যুতে সমবেদনা জ্ঞাপন করেছে।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]