একটা সময় প্রতিবন্ধকতাকে সঙ্গে নিয়েই দেশের জন্য গৌরব বয়ে এনেছিলেন তিনি। চোখের আলো ক্ষীণ হলেও মাঠের পারফরম্যান্স দিয়ে দেশের নাম উজ্জ্বল করেছিলেন তিনি। অথচ সেই ক্রিকেটারই এখন বেঁচে থাকার জন্য দিনমজুরের কাজ করে বেড়াচ্ছে। বলা হচ্ছিল, ২০১৮ দৃষ্টিহীনদের বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলকে প্রতিনিধিত্ব করা নরেশের কথা।
পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি হওয়ার কারণে পরিবারের হাল নরেশকেই ধরতে হয়। করোনার কারণে উপার্জনের রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় প্রথমে সবজি বিক্রি করে সংসার চালাতেন তিনি। কিন্তু সেই আয়ে পরিবার চালানো কঠিন হয়ে দাঁড়ায় নরেশের জন্য। আর তাই এখন পরিবারের জন্য দিনমজুরের কাজে যুক্ত হয়েছেন বিশ্বকাপ খেলা এই ভারতীয় ক্রিকেটার।
নরেশ নিজেই জানান, দিনমজুরের কাজ করে প্রতিদিন তাঁর ২৫০ টাকা রোজগার হয়, যা দিয়ে কোনও রকমে সংসার চলে। অবাক করা বিষয় হল, দেশকে বিশ্বচ্যাম্পিয়ন করার পরে শীর্ষস্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বদের কাছ থেকে অভিনন্দন বার্তা পেয়েছিলেন। উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে পেয়েছিলেন বহু আশ্বাস। তবে সময়ের সঙ্গে সঙ্গে সবই মিলিয়ে গিয়েছে বাতাসে। এমনকি গুজরাতের মুখ্যমন্ত্রীর কাছে তিনবার চাকরির আবেদন করেও কোনও উত্তর পাননি।
এখন পর্যন্ত কারো কাছ থেকে সহযোগিতা না পেলেও আশা ছাড়েননি নরেশ। এখনও স্বপ্ন দেখেন কোন একদিন সরকারের সহযোগিতায় সুদিন ফিরে আসবে তার পরিবারে।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]