বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠনের (বিকেএসপি) কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন জিম্বাবুয়ের সাবেক ক্রিকেট অধিনায়ক তাতেন্দা তাইবু। বিকেএসপি-তে ক্রিকেট দলের ব্যাটিং প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।
তাইবু গত ২ আগস্ট বাংলাদেশে এসেছেন। ইতোমধ্যে তিন দিনের কোয়ারেন্টাইন পর্ব শেষ করেছেন। যার ফলে বিকেএসপি-তে এখন ব্যাটিং প্রশিক্ষকের দায়িত্ব শুরু করতে তার আর কোন বাধা নেই।
প্রাথমি পর্যায়ে ৩৮ বছর বয়সী তাইবুর সাথে এক বছরের চুক্তি করেছে বিকেএসপি। তাইবুর কোচ হওয়ার বিষয়টি বিকেএসপির ক্রীড়া পরিচালক মাজহারুল হক নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘তাইবুর সঙ্গে এক বছরের চুক্তি হয়েছে। এক বছর পর চুক্তির নবায়নের বিষয়ে চিন্তা করা হবে। তিনি ব্যাটিং প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন। আশা করি তাকে পেয়ে শিক্ষার্থীরা উপকৃত হবে।’
টেস্ট ইতিহাসের সবচেয়ে কম বয়সী অধিনায়ক হওয়ার নজির গড়া তাইবু দেশের হয়ে ১১ বছর খেলেছেন। ২৮ টেস্টে ১ হাজার ৫৪৬ রান, ১৫০ ওয়ানডেতে ৩ হাজার ৩৯৩ এবং ১৭ টি-টুয়েন্টিতে ২৫৯ রান করেছেন।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]