শঙ্কা ছিল শুরু হওয়ার, অনিশ্চয়তা ছিল শেষ মুহূর্তেও। তবে প্রাণঘাতি করোনার মাঝে দর্শকহীন গ্যালারিতে কঠোর নিরাপত্তায় শুরু হয় বহুল কাঙ্ক্ষিত টোকিও অলিম্পিক। দেখতে দেখতে এবার শেষের পালা। একে একে লড়াই শেষে আজ রোববার নিভতে যাচ্ছে টোকিও অরিম্পিকের মশাল। নতুন করে মশালযাত্রা শুরু হবে প্যারিসে।
করোনা মহামারির কারণে এক বছর পর আয়োজিত হয়েছে টোকিও অলিম্পিক ২০২০। প্রতিদিনই জাপানে আক্রান্তের সংখ্যা বাড়ছিল। তবে ভাইরাসের সংক্রমণ সংখ্যাকে ছাপিয়ে টোকিও ভাস্বর হয়ে উঠতে পেরেছে পুল-ট্র্যাকের চিরায়ত প্রতিদ্বন্দ্বিতায়। দুইশরও বেশি দেশের দশ হাজারের বেশি অ্যাথলেট লড়েছেন শ্রেষ্ঠত্বের লড়াইয়ে।
গত ২৩ জুলাই শুরু হয়েছিল টোকিও অলিম্পিক। অ্যাথলেটদের প্রতিটি জয়-পরাজয়ের মুহূর্তের মিশে ছিল অলিম্পিক গেমসের করোনাজয়ের লড়াই। যা এখন সফল সমাপ্তির দ্বারপ্রান্তে। উদ্বোধন অনুষ্ঠানের মতোই সমাপনীতেও থাকছে না কোনো দর্শক। সীমিত করা হয়েছে নানা আনুষ্ঠানিকতাও।
করোনার মাঝেই এক এক করে শেষ লড়াইয়ের ১৭টি দিনই পার করে ফেরেছে টোকিও অলিম্পিক। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাপনী সাজানো হয়েছে ‘ওয়ার্ল্ড উই শেয়ার’ থিম দিয়ে, যা ‘প্রতিটি মানুষ তার নিজের পৃথিবীতে বসত করে’ বোঝায়।
এছাড়া সমাপনী অনুষ্ঠানে থাকবে আর্টিস্টিক পারফরম্যান্স। যেখানে শুধু জাপানকেই তুলে ধরা হবে না, থাকবে ফ্রান্সও। তিন বছর পর ‘গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’ আয়োজিত হবে শিল্পসাহিত্যের কেন্দ্র খ্যাত প্যারিসে।
টোকিও অলিম্পিক গেমসের আনুষ্ঠানিক সমাপ্তি টেনে টোকিও গভর্নর ইউরিকো কোইকে অলিম্পিক পতাকা তুলে দেবেন আইওসি প্রেসিডেন্ট থমাস বাখের হাতে। সেই পতাকা বাখ তুলে দেবেন প্যারিসের মেয়র অ্যান হিডালগোর হাতে। অলিম্পিক পতাকার সঙ্গে উড়বে ফ্রান্সের পতাকাও। ‘প্যারিস ২০২৪’-এর জয়গানে নিভে যাবে টোকিও অলিম্পিকের মশাল।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]