টোকিও অলিম্পিকে মেয়েদের ৪০০ মিটার স্প্রিন্টে ব্রোঞ্জ জিতে ইতিহাসের পাতায় নিজের নাম তুলেছেন যুক্তরাষ্ট্রের দৌড়বিদ অ্যালিসন ফেলিক্স। অলিম্পিকের ট্রাক এন্ড ফিল্ড প্রতিযোগিতায় এ অ্যাথলেট দশম পদক জিতে সর্বোচ্চ পদক জয়ের রেকর্ড গড়েছেন।
শুক্রবার (৬ আগস্ট) টোকিও অলিম্পিক স্টেডিয়ামে ৪৯ দশমিক ৪৬ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেন ফেলিক্স। ২০১৬ রিও ডি জেনেরিও অলিম্পিকে দশমিক ০৫ সেকেন্ড সময় বেশি নিয়ে রুপা জিতেছিলেন তিনি।
শুক্রবার ৪০০ মিটারে ব্রোঞ্জ পদক জিতে অলিম্পিকে মেয়েদের অ্যাথলেটিক্সে সবচেয়ে বেশি পদক জয়ের রেকর্ড গড়েন ৩৫ বছর বয়সী ফেলিক্স। এর আগে জ্যামাইকান মার্লিন ওটি সর্বোচ্চ নয়টি পদক জিতেছিলেন।
আরও সামনে এগিয়ে যাওয়ার সুযোগ আছে ফেলিক্সের সামনে। শনিবার (৭ আগস্ট) ৪০০ মিটার রিলেতে দৌড়াবেন অ্যালিসন ফেলিক্স। এ ইভেন্টে পদক জিতলে স্বদেশি কার্ল লুইসকে ছাড়িয়ে যাবেন তিনি।
এখন পর্যন্ত অলিম্পিকে ১০ টি পদক জিতেছেন ফেলিক্স। এর মধ্যে ৬ টি স্বর্ণ, তিনটি রুপা এবং একটি ব্রোঞ্জ। বেইজিং, লন্ডন এবং রিও অলিম্পিকে দুইটি করে স্বর্ণপদক জিতেছিলেন তিনি। এছাড়াও এথেন্স, বেইজিং এবং রিও অলিম্পিকে একটি করে রৌপ্য পদক জিতেছিলেন।
টোকিও অলিম্পিকে প্রথম ব্রোঞ্জ পদক জয় করলেন অ্যালিসন ফেলিক্স। এবারে আসরে এখনও স্বর্ণ পদকের দেখা পাননি তিনি।
মেয়েদের ৪০০ মিটার দৌড়ে ৪৮ দশমিক ৩৬ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ পদক নিজের করে নিয়েছেন বাহামাসের শনি মিলার উইবো। এছাড়াও ৪৯ দশমিক ২০ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য পদক পেয়েছেন ডমিনিকান রিপাবলিকের মেরিলেইডি পাওলিনো।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]