টোকিও অলিম্পিকে খেলতে এসেই রেকর্ড করলেন ৫১ বছর বয়সী গার্সিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:১৩ এএম, ০৭ আগস্ট ২০২১
টোকিও অলিম্পিকে খেলতে এসেই রেকর্ড করলেন ৫১ বছর বয়সী গার্সিয়া

২৯ বছর আগের ১৯৯২ বার্সেলোনা অলিম্পিক দিয়ে শুরু করেছিলেন। এরপর থেকে প্রত্যেক অলিম্পিকে অংশ নিয়েছেন জেসুস অ্যাঞ্জেল গার্সিয়া ব্রাগাদো। টানা আট অলিম্পিকে অংশ নিয়ে গড়েছেন ইতিহাস।

শুক্রবার (৬ আগস্ট) টোকিও অলিম্পিকের ১৪তম দিনের প্রতিযোগিতা শুরু হয়েছিল ৫০ কিলোমিটার হাটা ইভেন্ট দিয়ে। সর্বশেষ সাত আসরের মতো এবারও অলিম্পিকে অংশ নিয়েছেন জেসুস অ্যাঞ্জেল গার্সিয়া ব্রাগাদো। এর ফলে অ্যাথলেটিকসে সবচেয়ে বেশিবার অলিম্পিকে অংশ নেওয়ার রেকর্ড গড়েছেন তিনি।

টোকিওর পর আর অলিম্পিকে অংশ নিতে পারবেন না গার্সিয়া। কারণ পরবর্তী প্যারিস অলিম্পিক থেকে বাদ দেওয়া হয়েছে ৫০ কিলোমিটার হাটা প্রতিযোগিতা। এ কারণেই আটবার অলিম্পিকে অংশ নিয়েই তাকে থামতে হচ্ছে।

গার্সিয়া আটবার অলিম্পিকে অংশ নিলেও কোনো বারই জিততে পারেননি কোনো পদক। অলিম্পিকে তার সেরা সাফল্য ছিলো বেইজিংয়ে। ২০০৮ বেইজিং অলিম্পিকে চতুর্থ হয়েছিলেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ সাফল্য ২০০৪ এথেন্স অলিম্পিকে পঞ্চম। নিজে ক্যারিয়ারের শেষ অলিম্পিকে হয়েছেন ৩৫তম।

নিজের শেষ অলিম্পিক শেষ করে করে ৫১ বছর বয়সী গার্সিয়া জানিয়েছেন, ‘আটটি অলিম্পিকে অংশ নিতে পারা অবশ্যই বিশেষ একটি অর্জন। ব্যক্তিগতভাবে বলতে চাই, নিজেকে যেখানে দেখতে চাই এবং সময়মতো অবসর নিতে পারাটা বেশ গুরুত্বপূর্ণ বিষয়।’

আটবার অলিম্পিকে অংশ নিয়ে কখনও পদক নিতে পোডিয়ামে উঠতে না পারায় গার্সিয়ার মধ্যে বেশ আক্ষেপ রয়েছে। এ বিষয়ে তিনি বলেন, ‘এতগুলো গেমসে অংশ নিয়ে কখনও পদকের মঞ্চে উঠতে না পারাটা অবশ্যই বেশ হতাশার।’

অলিম্পিকে কখনও পদক না জিতলেও টানা আট অলিম্পিকে অংশ নিয়ে রেকর্ড গড়া গার্সিয়াকে অভিনন্দন জানাতে ভুল করেনি অলিম্পিক কর্তৃপক্ষ। গার্সিয়ার অর্জনকে সাধুবাদ জানিয়ে অলিম্পিক কমিটি বলেছে, ‘১৯৯২ বার্সেলোনা গেমসে তার অভিষেক। এরপর থেকে প্রত্যেক আসরেই তিনি ছিলেন। তাই জেসুস অ্যাঞ্জেল গার্সিয়া ব্রাগাদোর নাম বিশেষভাবে উল্লেখ করতে হবে।’

৫০ কিলোমিটার হাটা প্রতিযোগিতায় টোকিও অলিম্পিএক স্বর্ণ পদক জিতেছেন ডেভিড তোমালা। তিনি ৩ ঘন্টা ৫০ মিনিট ৮ সেকেন্ড সময় নিয়ে হাটা শেষ করেছেন। এছাড়াও ৩ ঘন্টা ৫০ মিনিট ৪৪ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য পদক জিতেছেন জোনাথন হিলবার্ট। আর ব্রোঞ্জ জয়ী কানাডা ইভান ডানফি সময় নিয়েছে ৩ ঘন্টা ৫০ মিনিট ৫৯ সেকেন্ড।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপের চেয়ে অলিম্পিকে ব্রোঞ্জ জয়কে এগিয়ে রাখছেন গৌতম গাম্ভীর

বিশ্বকাপের চেয়ে অলিম্পিকে ব্রোঞ্জ জয়কে এগিয়ে রাখছেন গৌতম গাম্ভীর

অলিম্পিক হকিতে ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়লো ভারত

অলিম্পিক হকিতে ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়লো ভারত

হার্ডলসে ম্যাকলাফলিনের বিশ্ব রেকর্ড

হার্ডলসে ম্যাকলাফলিনের বিশ্ব রেকর্ড

ম্যারাথন সাঁতারে স্বর্ণ জিতলো ব্রাজিল

ম্যারাথন সাঁতারে স্বর্ণ জিতলো ব্রাজিল